Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে বেগবতী নদীর অবৈধ বাঁধ অপসারণ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহে বেগবতী নদীর জল সীমানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আড়াআড়ি বাঁধ অপসারণ করা হয়েছে। প্রায় একমাস ধরে বেগবতী নদীর ওই জল সীমানায় অবৈধ আড়াআড়ি বাঁধ দিয়ে বিভিন্ন প্রজাতির মাছ শিকার করে আসছিল প্রভাবশালী একটি মহল।

বুধবার (১৬ এপ্রিল) সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ বাঁধ অপসারণ করেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহিন আলম। এ সময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ ও কালিগঞ্জ থানা পুলিশ।

কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ জানান, বেগবতী নদীতে অভিযান পরচিালনা করে আড়াআড়ি ২০০ ফুট বাঁধ অপসারণ করার পাশাপাশি বাঁধে ব্যবহৃত জাল ও বাঁশ ধ্বংস করা হয়। জামাল ইউনিয়নে বলরামপুর জলসীমানার নিকটবর্তী স্থানে অবৈধভাবে এ আড়াআড়ি বাঁধ দেওয়া হয়েছিল বলে জানান তিনি।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন