খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  নির্বাচন ইস্যুতে আজ থেকে সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির বৈঠক শুরু

স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ও বিদেশী রাষ্ট্রদূতদের সংবর্ধনা আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসে

ফরহাদ হুসাইন, আরব আমিরাত থেকে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন ও বিদেশী রাষ্ট্রদূতদের সংবর্ধনা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস। গতকাল (১৫ এপ্রিল) রাতে অভিজাত তারকা হোটেলে আড়ম্বরপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন হয়। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক, সরকারী উচ্চপদস্থ কর্মকর্তা, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরব আমিরাত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে এই জমকালো আয়োজন শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতের এস্টেট মিনিস্টার আহমদ আলী আব্দুল্লাহ সাঈদ।

সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ, সম্ভ্রম হারা নারী ও জুলাই বিপ্লবে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের মাগফেরাত কামনা করেন। তিনি বাংলাদেশ ও আরব আমিরাতের দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিভিন্ন দিক উপস্থাপন করেন এবং আমিরাতের নেতৃবৃন্দের প্রশংসা করেন। রাষ্ট্রদূত অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোঃ ইউনুস এর নেতৃত্বে একটি সুখি সমৃদ্ধ ও উন্নয়ন এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের অবদান গুলো তুলে ধরেন।

বর্ণাঢ্য এই আয়োজনে যুক্তরাজ্য, মেক্সিকো, রোমানিয়া, ফিলিপাইন, ভারত, পাকিস্তান, আফগানিস্থান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, নেপালসহ প্রায় ৩৪ টি দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিগণ অংশ গ্রহণ করেন।দূতাবাস ও দুবাই কনসুলেটর কর্মকর্তা- কর্মচারী, বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল,ব্যবসায়িক নেতৃবৃন্দ, বাংলাদেশ সমিতি, পেশাজীবি, ডাক্তার,প্রকৌশলী সাংবাদিকসহ বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতা আব্দুস সালাম তালুকদারের নেতৃত্ব বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন। আগত বিদেশী অতিথি ও সকল মেহমান দের সম্মানে মুখরোচক বাংলাদেশী খাবার পরিবেশন করা হয়। অনুষ্ঠান স্থলে বিভিন্ন কর্ণারে বাংদেশী ঐতিহ্য ও সাংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে দেশত্ববোধক গান ও বাংলাদেশী কন্যা পুস্পিতা কুন্ডু মিথির একক নৃত্য প্রদর্শিত হয়। অনুষ্ঠান শেষে সকল মেহমানদের হাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের মূল্যবান বইসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন দূতাবাসের কাউন্সিলর তৌহিদ ইমাম।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!