ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুদী দোকানীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বাদপুকুর আব্দুর রবের চাতালে এই ঘটনা ঘটে।
মৃত মোহাম্মদ বাদপুকুর গ্রামের কেনু মিয়ার ছেলে । তিনি গ্রামে মুদি ব্যবসা করেন।
প্রতিবেশী বাপ্পী জানান, মোহাম্মদ আলীর মুদি দোকান থেকে বাকিতে পণ্য ক্রয় করে একই গ্রামের আসাদুল ইসলাম। সকালে পার্শ্ববর্তী ত্রিমোহণি বাজারে যাওয়ার সময় আসাদুলের কাছে টাকা চায় মোহাম্মদ আলী। সেসময় আসাদুল মোহাম্মদ আলীর উপর চড়াও হলে দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে আসাদুল ও তার পরিবারের লোকজন মোহাম্মদ আলীকে মারপিট করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোহাম্মদ আলী মারা যায়। এ ঘটনার পর অভিযুক্ত আসাদুল, তার বাবা আশকর আলীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে মারামারির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। মৃতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আসাদুল, আশকর ও তার স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এলাকার বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।
খুলনা গেজেট/এএজে