বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

মুকুল রায় অসুস্থ, অস্ত্রোপচার গলব্লাডারে

কলকাতা প্রতিনিধি

ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় অসুস্থ । শুক্রবার (২০ নভেম্বর) কলকাতার ইএম বাইপাশে একটি বেসরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তাঁর গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়েছে।

যার অধীনে তিনি চিকিৎসাধীন সেই বিশিষ্ট শল্যচিকিৎসক ডাক্তার পুর্ণেন্দু রায় বলেন , তিনি এখন সুস্থ রয়েছেন।

এদিকে মুকুল রায়ের ছেলে বিধায়ক শুভ্রাংশু রায় বলেন, বাবার হাই সুগার। তাই একটু চিন্তা ছিল। কিন্তু বাবার অপারেশন সাফল্যের সঙ্গে হয়েছে। মুকুল রায়ের এই অসুস্থতার জন্য বিজেপির মধ্যে ছিল গভীর উদ্বেগ। এখন তা অনেকটাই কেটে গেছে।

 

খুলনা গেজেট / এআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন