Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ভারতে যেয়ে যুবক নিখোঁজ, সীমান্তে পাওয়া গেল লাশ

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরের যুবক ওয়াসিম আলী রাতের আঁধারে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ ।  ৫ এপ্রিল থেকে নিখোঁজ হয়েছে সে। এদিকে সীমান্তবর্তী ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখে ওই যুবকের পরিবারে চলছে আহাজারি। পরিবারের ধারণা অজ্ঞাত ওই যুবকই নিখোঁজ ওয়াসিম।

স্বজনরা জানায়, গত শনিবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম আলীসহ আরও ৩ জন অবৈধভাবে ভারতে যায়। রাতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে পড়লে ৩ জন পালিয়ে গেলেও ওয়াসিম পালাতে পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে।

জানা যায়, শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

নিখোঁজ ওয়াসিমের পরিবারের দাবি ওই মরদেহ ওয়াসিমের। বিএসএফ তাকে নির্যাতন করে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। তবে লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তারা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। পরিবারের দাবি, যদি মরদেহ ওয়াসিমের হয় তাহলে যেন পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি খালিশপুর ৫৮ বিজিবির কোনো কর্মকর্তা।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন