Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে আ.লীগের ৪৮ নেতাকর্মী কারাগারে

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা তিনটি মামলায় লোহাগড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জয়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল লিয়ন, আওয়ামীলীগের নেতা ও সাবেক কাউন্সিলর পলাশ শেখ, যুবলীগের নেতা হৃদয় শেখ ও ছাত্রলীগের নেতা নাহিদ শিকদারসহ ৪৮ নেতাকর্মীকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মী স্বেচ্ছায় লোহাগড়া আমলি আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক সাবরিনা চৌধুরী শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. এস.এম আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৪ আগষ্ট নড়াইলের লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় লোহাগড়া থানায় দায়েরকৃত পৃথক তিনটি মামলায় আসামি ছিলেন তারা। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের ৪৮ নেতাকর্মী স্বেচ্ছায় লোহাগড়া আমলি আদালতে উপস্থিত হয়ে জামিনের প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক সাবরিনা চৌধুরী শুনানি শেষে জামিন নামুঞ্জর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

নড়াইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস.এম আব্দুল হক বলেন,‘গত ৪ আগস্ট লোহাগড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৮ আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।’

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন