Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে হত্যার দায়ে ইলিয়াস সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। বুধবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ শারমিন নিগার এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ইলিয়াস সর্দার খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের সবুর সরদারের ছেলে। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত ইলিয়াস আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে ইলিয়াস সরদার মোবাইল ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে আহাদ মল্লিক বাড়িতে ফিরে না আসায় স্বজনরা খোজাখুঁজি করে পরের দিন ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে খুলনার তেরোখাদা উপজেলার পারোখালী গ্রামের একটি পাট ক্ষেতে দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদি হয়ে ইলিয়াস সরদারসহ ৫জনকে আসামি করে নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আসামি ইলিয়াস সরদারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বাকি ৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণীত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন