গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে নড়াইলে মানববন্ধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় জেলা ছাত্রদল ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার আয়োজনে কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ছত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, যুগ্ম-সম্পাদক সবুজ সরদার, যুগ্ম-,সম্পাদক সজিব বিল্লাহ সজিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রুবায়েত তুরশেদ সাথিল, নড়াইল সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক গাজী আল মামুন, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ার,নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ বিশ্বাস, সদস্য সচিব হামিদুল হক তনু প্রমূখ।
বক্তরা বিশ্বের সকল মুসলমানদের এক হওয়ার আহবান এবং ইজরায়েলের সকল পন্য বর্জনের আহবান জানিয়েছে এবং মানবাধিকার সংগঠন গুলোকে সঠিক তথ্য গুলো মিডিয়ার সামনে তুলে ধরার জন্য দাবি জানান। এসময় জেলা, উপজেলা, কলেজ ও পৌরছাত্রদলের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/ টিএ