খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গাজায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনে বাংলাদেশ সরকারের নিন্দা
  যুবদল নেতা হত্যা মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য আফজাল ৭ দিনের রিমান্ডে

প্রথম বাংলাদেশি হিসেবে অন্নপূর্ণা-১ পর্বতের চূড়ায় বাবর আলী

গেজেট ডেস্ক 

বাংলাদেশের পতাকা এবার উড়ল হিমালয়ের অন্যতম বিপজ্জনক পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা-১ এর চূড়ায়। আর সেই গৌরব অর্জন করেছেন এভারেস্টজয়ী পর্বতারোহী ও চিকিৎসক বাবর আলী। তিনি সোমবার (৭ এপ্রিল) সকালে ৮,০৯১ মিটার উচ্চতার এই শৃঙ্গে পৌঁছান। এই অভিযানে বাবরের সঙ্গে ছিলেন অভিজ্ঞ শেরপা গাইড ফূর্বা অংগেল শেরপা। অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসাল সংবাদমাধ্যমকে বাবরের এই কৃতিত্বের বিষয়টি নিশ্চিত করেন।

বাবর আলী চট্টগ্রামভিত্তিক পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স–এর অন্যতম প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক, গত বছর প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে এভারেস্ট ও লোৎসে জয় করে তাক লাগিয়ে দেন। এবার নতুন করে ইতিহাস গড়লেন অন্নপূর্ণা-১ শৃঙ্গে আরোহণ করে।

বিশ্বের দশম সর্বোচ্চ হলেও, মৃত্যুহার বিবেচনায় অন্নপূর্ণা-১ অন্যতম ভয়ংকর পর্বত। এই পর্বতের চূড়া ছোঁয়ার লক্ষ্যে বাবর আলী গত ২৪ মার্চ ঢাকা থেকে রওনা হয়ে ২৮ মার্চ অন্নপূর্ণা বেজক্যাম্পে পৌঁছান। উচ্চতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ক্যাম্প ১ এবং ক্যাম্প ২–তে কয়েক রাত কাটিয়ে ফিরে আসেন বেজক্যাম্পে।

পরে আবহাওয়া অনুকূলে থাকার পূর্বাভাস পেয়ে ৩ এপ্রিল আবার চূড়ার দিকে যাত্রা শুরু করেন বাবর। ৬ এপ্রিল রাতে ক্যাম্প ৩ (৬,৫০০ মিটার) থেকেই শুরু করেন ‘সামিট পুশ’। প্রতিকূল আবহাওয়া ও তুষারঝড়ের মধ্যেই অবিশ্বাস্য সাহসিকতায় আজ সকালে পৌঁছে যান শীর্ষে।

অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান বলেন, এই সাফল্যের মধ্য দিয়ে বাবর আলী বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে একটি নতুন মাইলফলক স্থাপন করলেন। এটি শুধু তার একক সাফল্য নয়, বরং বাংলাদেশের পর্বতারোহণের ভবিষ্যতের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। বর্তমানে বাবর ক্যাম্প ২–এ নামার চেষ্টা করছেন, আগামীকাল (৮ এপ্রিল) তিনি বেজক্যাম্পে পৌঁছাতে পারেন বলে জানা গেছে।

খুলনা গেজেট/জেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!