খুলনা, বাংলাদেশ | ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

‘বরবাদ’-‘জংলি’ কোনটারই টিকিট পেলেন না গায়ক ইমরান

বিনোদন ডেস্ক

এবারের ঈদে প্রেক্ষাগৃহে যে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার মধ্যে অন্যতম ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’ ও অভিনেতা সিয়াম আহমেদের ‘জংলি’। সিনেপ্লেক্সসহ দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে একযোগে চলছে এই দুই ছবি।

ঈদের দিন থেকেই প্রেক্ষাগৃহে হাউজফুল যাচ্ছে ‘বরবাদ’ ও ‘জংলি’। যে কারণে দর্শকদের চাপ সামলাতে শো বাড়িয়েছে হল কর্তৃপক্ষ। তবুও দর্শকদের চাহিদা পূরণ করা যাচ্ছে না।

শুধু চলতি দিনেরই নয়, অগ্রিম টিকিটও বুকড করে রাখছেন দর্শকেরা। যে কারণে তারকারাও প্রেক্ষাগৃহে হাজির হয়ে সিনেমা দেখতে পারছেন না।

এবার তেমনই এক মিষ্টি বিড়ম্বনার শিকার হলেন গায়ক ইমরান। প্রেক্ষাগৃহে দুইটি সিনেমা দেখতে হাজির হয়েও কাঙ্খিত টিকিটের দেখা পেলেন না তিনি। বিষয়টি বুধবার (২ এপ্রিল) এক ফেসবুক পোস্টে জানিয়েছে ইমরান নিজেই।

গায়ক লিখেছেন, ‘কাতার থেকে একটু আগে দেশে আসলাম। এসেই আমার ড্রাইভারকে এসকেএস টাওয়ারে পাঠালাম ‘বরবাদ’ সিনেমার টিকিট কাটার জন্য। শো হাউজফুল। শুধু তাই না আগামীকালের জন্য বললাম, সেখানেও টিকিট নাই।’

পরের ঘটনা উল্লেখ করে ইমরান লেখেন, ‘তারপর ‘জংলি’ সিনেমা দেখবো বলে বললাম জংলির টিকিট আছে কিনা, ড্রাইভার বললো ‘জংলি’ সিনেমার টিকিট আজকে নাই, কালকেও নাই। আগামী পরশু টিকিট পাওয়া যাবে। তারপর খোঁজ নিতে বললাম ‘জ্বীন ৩’ কিন্তু আনফরচুনেটলি এ ছবি এসকেএস টাওয়ারে নেই। আছে বসুন্ধরা ষ্টার সিনেপ্লেক্সে।’

গায়ক লেখেন, ‘একটু মন খারাপ হলো কিন্তু ভালো লাগার বিষয় এটা বাংলা সিনেমা মানুষ দেখছে। হলে গিয়ে সিনেমা দেখছে এটাই খুশির সংবাদ। বাংলা সিনেমা জয় হোক।’

প্রসঙ্গত, ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমার রোমান্টিক গান ‘মায়াবী’তে কণ্ঠ দিয়েছেন ইমরান। এছাড়াও ‘জংলি’ ও ‘জ্বীন ৩’ সিনেমার একটি করে গানেও কণ্ঠ দিয়েছেন তিনি। যে কারণে এই তিনটি সিনেমাই প্রেক্ষাগৃহে হাজির হয়ে দেখতে চেয়েছিলেন ইমরান। কিন্তু দর্শকদের চাপের কারণে আপাতত এই গায়ককে অপেক্ষাতেই থাকতে হচ্ছে।

খুলনা গেজেট/জেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!