খুলনা, বাংলাদেশ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  লোভ আমাদের ধ্বংস করেছে, বিশ্ব বাঁচাতে নতুন সভ্যতা দরকার ব্যাংককে বিমসটেক ইয়াং জেন ফোরামে’র বক্তব্যে প্রধান উপদেষ্টা
  বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র

হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থতা অনুভব করার পর তাকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিৎিসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মঙ্গলবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির স্বাস্থ্যের অবনতি হওয়ার পর তাকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার এক্সপ্রেস নিউজের খবরে বলা হয়েছে, জ্বর এবং সংক্রমণের কথা জানানোর পর তাকে প্রথমে নওয়াবশাহ থেকে হাসপাতালে আনা হয়েছিল।

খবর অনুযায়ী, প্রেসিডেন্ট জারদারির বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

দলীয় নেতারা জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, প্রেসিডেন্ট জারদারির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তিনি এখন ভালো আছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আগামী দিনে আরও আপডেট পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে, অসুস্থতার খবরের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির স্বাস্থ্যের খোঁজখবর নিতে তার সাথে যোগাযোগ করেছেন।

কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শেহবাজ প্রেসিডেন্ট জারদারির দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি তার সুস্থতার জন্য প্রার্থনা করে বলেন, “আল্লাহ আপনাকে পূর্ণ ও দ্রুত আরোগ্য দান করুন। সমগ্র জাতির দোয়া আপনার সাথে রয়েছে।”

এদিকে পৃথক প্রতিবেদনে পাকিস্তানের আরেক মংবাদমাধ্যম দ্য ডন বলছে, মঙ্গলবার সংবাদমাধ্যমে আসিফ আলী জারদারির হাসপাতালে ভর্তির খবর প্রকাশিত হওয়ার পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ প্রেসিডেন্ট জারদারির সাথে যোগাযোগ করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

যদিও প্রেসিডেন্ট ভবন বা জারদারির দল পিপিপির পক্ষ থেকে তাদের সহ-সভাপতির (আসিফ আলী জারদারি) স্বাস্থ্যের বিষয়ে কোনও আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি, তবে সংবাদমাধ্যমগুলো বেশ কিছু সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নওয়াবশাহ থেকে প্রেসিডেন্ট জারদারিকে করাচির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে দলের ঘনিষ্ঠ একটি সূত্র ডন ডটকমকে জানিয়েছে, তিনি “কিছু পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং শিগগিরই তাকে ছেড়ে দেওয়া হবে”।

এদিকে, সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরির কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি প্রেসিডেন্ট জারদারির চিকিৎসক ড. আসিম হুসেনকে ফোন করে জারদারির স্বাস্থ্যের বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং তার শুভকামনা জানিয়েছেন।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে বিমান থেকে নামার সময় পাকিস্তানের প্রেসিডেন্টের পা ভেঙে যায়। পরে তাকে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মূলত ৬৯ বছর বয়সী প্রেসিডেন্ট জারদারি সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন। ২০২৩ সালের মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতে তার চোখের অস্ত্রোপচার করা হয়েছিল।

তার আগে ২০২২ সালে বুকের সংক্রমণের চিকিৎসার জন্য তাকে করাচির ড. জিয়াউদ্দিন হাসপাতালে এক সপ্তাহের জন্য ভর্তি করা হয়েছিল। অসুস্থতার গুজবের মধ্যে, তার ব্যক্তিগত চিকিৎসক এবং ঘনিষ্ঠ সহযোগী ড. আসিম সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন যে— তিনি “ভালো আছেন”।

এর আগে ২০২২ সালের জুলাই মাসে তিনি কোভিডে আক্রান্ত হন। যদিও তার ছেলে এবং পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো-জারদারির সেসময় জানিয়েছিলেন, জারদারি কেবল কোভিডের “হালকা লক্ষণ” অনুভব করেছিলেন।

এর এক বছর আগে ঘন ঘন ভ্রমণের জেরে “পরিশ্রম এবং ক্লান্তি”র কারণে জারদারিকে করাচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!