বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

নড়াইলে জেলা শ্রমিক ইউনিয়নের সম্পাদককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (৫০) কে পিটিয়ে হত্যা করেছে। এ ঘটনায় ইদ্রিস মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ মার্চ) বিকেলে উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল মামুন উপজেলার মহিষাপাড়া গ্রামের মৃত ওলিয়ার ফকিরের ছেলে। ও গ্রেপ্তারকৃত ইদ্রিস মিয়া গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন লোহাগাড়ার লক্ষীপাশা কাঁচা বাজারে আলু কিনতে ইদ্রিস মিয়ার দোকানে যান। পরে আলুর দাম নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, ‘এ ঘটনার অভিযুক্ত ইদ্রিস মিয়াকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন