খুলনা, বাংলাদেশ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বিমসটেক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার থাইল্যান্ড যাবেন প্রধান উপদেষ্টা
  মাদারীপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ যুবক নিহত

৩ শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

তিন শতাধিক বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একথা জানিয়েছেন।

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের দমনে ট্রাম্প প্রশাসন যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে ভিসা বাতিলের বিষয়টিও রয়েছে। শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের দমনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার অংশ হিসেবে আমেরিকা কমপক্ষে ৩০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

গায়ানা সফরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, “হয়তো এই মুহূর্তে ৩০০ জনেরও বেশি। আমরা প্রতিদিনই এটা করছি, যখনই আমি এই পাগলদের কোনও একজনকে পাই (ভিসা বাতিল করে দিই)।”

মূলত মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ইসরায়েল-বিরোধী বলে বিবেচিত বক্তৃতা দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে কতজন শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে এমন প্রশ্ন করা হলে রুবিও এসব কথা বলেন। টাফ্টস বিশ্ববিদ্যালয়ে পড়া একজন তুর্কি শিক্ষার্থীকে অভিবাসন কর্মকর্তারা আটক করার পর মার্কিন পররষ্ট্রমন্ত্রীর পক্ষ এই মন্তব্য করা হয়েছে। এমনকি ওই শিক্ষার্থীকে গ্রেপ্তারের পক্ষেই রয়েছেন রুবিও।

বিবিসি বলছে, ম্যাসাচুসেটসের বোস্টনের বাইরে মুখোশধারী ও সাদা পোশাকের অফিসাররা রুমেসা ওজতুর্ক নামের ওই ছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে এবং এরপর অনলাইনে ক্ষোভের সূত্রপাত হয়েছে।

ওজতুর্ক মূলত একজন ফুলব্রাইট স্কলার যিনি এফ-১ ছাত্র ভিসায় যুক্তরাষ্ট্রে আছেন এবং টাফ্টসে শিশু অধ্যয়ন ও মানব উন্নয়নের একটি ডক্টরেট প্রোগ্রামে যুক্ত ছিলেন। বৃহস্পতিবার রুবিওকে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন ওই তুর্কি শিক্ষার্থীর ছাত্রের ভিসা বাতিল করা হয়েছে।

জবাবে রুবিও বলেন, “এর কারণ এখানেই: আমি সর্বত্র এটি বলেছি এবং আমি আবারও বলব। যদি আপনি যুক্তরাষ্ট্রে আসার জন্য শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করেন এবং বলেন— আপনি কেবল পড়াশোনা করতে আসছেন না, বরং বিশ্ববিদ্যালয় ভাঙচুর, শিক্ষার্থীদের হয়রানি, ভবন দখল এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী আন্দোলনে অংশ নিতে আসছেন, তাহলে আমরা আপনাকে সেই ভিসা দিচ্ছি না।”

যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
অবশ্য এটি এখনও স্পষ্ট নয় যে— ওজতুর্কের বিরুদ্ধে কোনও অভিযোগ আনা হয়েছে কিনা। পররাষ্ট্রমন্ত্রী রুবিও ৩০ বছর বয়সী এই তরুণীর বিরুদ্ধে কোনও নির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করেননি। তিনি ইতোপূর্বে ফিলিস্তিনি-পন্থি বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।

এছাড়া টাফ্টসের এই ছাত্রী গত বছর ছাত্র পত্রিকায় একটি মতামত লেখার সহ-লেখক ছিলেন। সেই লেখায় তার বিশ্ববিদ্যালয়কে ইসরায়েলের সাথে সম্পর্কিত কোম্পানিগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার এবং “ফিলিস্তিনি গণহত্যা” স্বীকার করার আহ্বান জানানো হয়েছিল।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!