খুলনা, বাংলাদেশ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

ওয়াই-ফাই হ্যাকড হয়েছে কিনা বুঝবেন যেভাবে

গেজেট ডেস্ক

আপনার ইন্টারনেটের গতি হঠাৎ কমে গেলে বা নেটওয়ার্কে অপরিচিত ডিভাইস যুক্ত হলে এটি সাধারণ কোনো সমস্যা নাও হতে পারে। এমনও হতে পারে, কোনো অননুমোদিত ব্যবহারকারী আপনার রাউটারের সংযোগ ব্যবহার করছে। যদি রাউটার হ্যাক হয়ে যায়, তবে আপনার ব্যক্তিগত তথ্য ঝুঁকিতে পড়তে পারে এবং সাইবার আক্রমণের শিকার হওয়ার আশঙ্কাও বাড়ে। তাই দ্রুত ব্যবস্থা নিতে কিছু লক্ষণ চিহ্নিত করা জরুরি। অ্যান্ড্রয়েড পুলিশের এক প্রতিবেদন ওয়াই-ফাই হ্যাকড হওয়ার বিষয়টি উঠে এসেছে।

নেটওয়ার্ক অনুপ্রবেশ চিহ্নিত করার উপায়

১. রাউটারের বাতি পরীক্ষা করুন: আপনার সব ডিভাইস বন্ধ রেখে রাউটারের ওয়াই-ফাই বাতি পর্যবেক্ষণ করুন। যদি এটি এখনো জ্বলতে থাকে, তাহলে বুঝতে হবে, কোনো অজানা ডিভাইস সংযুক্ত রয়েছে।

২. রাউটারে লগইন করতে সমস্যা হলে সতর্ক হন: যদি রাউটারের পাসওয়ার্ড হঠাৎ পরিবর্তন হয়ে যায় এবং লগইন করা না যায়, তবে বুঝতে হবে এটি হ্যাক হয়েছে। হ্যাকাররা রাউটারের নিরাপত্তা সেটিংস পরিবর্তন বা ফায়ারওয়াল বন্ধ করে দিতে পারে।

৩. ইন্টারনেটের গতি হঠাৎ কমে গেলে নজর দিন: অননুমোদিত ব্যবহারকারীরা ব্যান্ডউইথ ব্যবহার করলে ইন্টারনেটের গতি কমে যায়, ভিডিও স্ট্রিমিংয়ে বাফারিং হয়, এমনকি সংযোগ বিচ্ছিন্নও হয়ে যেতে পারে। এটি ঠেকাতে আপনার নেটওয়ার্কের এসএসআইডি (নেটওয়ার্কের নাম) পরিবর্তন করুন এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

৪. ব্রাউজারে অজানা ওয়েবসাইটে রিডিরেক্ট হলে সতর্ক থাকুন: যদি আপনার ব্রাউজার আপনাকে অজানা বা সন্দেহজনক কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, তবে বুঝতে হবে, আপনার রাউটারের ডিএনএস সেটিংস পরিবর্তন করা হয়েছে, যা ব্যক্তিগত তথ্য চুরির জন্য বিপজ্জনক।

৫. স্মার্ট ডিভাইসের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করুন: যদি আপনার স্মার্ট টিভি, লাইট বা অন্যান্য স্মার্ট ডিভাইস নিজে থেকেই চালু বা বন্ধ হয়, তবে বুঝতে হবে কেউ দূর থেকে এগুলো নিয়ন্ত্রণ করছে।

৬. নেটওয়ার্ক স্ক্যানিং অ্যাপ ব্যবহার করুন: বাড়তি নিরাপত্তায় ওয়াই-ফাই স্ক্যানিং অ্যাপ ব্যবহার করে নেটওয়ার্কে সংযুক্ত সব ডিভাইস চিহ্নিত করা যেতে পারে। এক্ষেত্রে সন্দেহজনক কিছু পেলে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

৭. রাউটারের লগ পরীক্ষা করুন: রাউটারের লগ অপশন থেকে নতুন বা অপরিচিত আইপি ও ম্যাক ঠিকানা খুঁজে বের করুন। যদি কোনো অজানা ঠিকানা পাওয়া যায়, তবে এটি বাইরের অনুপ্রবেশকারীর ইঙ্গিত হতে পারে।

৮. আইএসপি থেকে সতর্কবার্তা পেলে গুরুত্ব দিন: আপনার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান যদি সন্দেহজনক ট্রাফিক শনাক্ত করে সতর্কবার্তা পাঠায়, তবে দ্রুত ব্যবস্থা নিন। তবে কোনো সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না।

৯. পুরনো রাউটার পরিবর্তন করুন: পুরনো রাউটারগুলোর নিরাপত্তা দুর্বল হতে পারে। যদি আপনার রাউটার পাঁচ বছরের বেশি পুরনো হয়, তবে এটি বদলে ফেলা ভালো।

কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবেন

# শক্তিশালী WPA3/WPA2 এনক্রিপশন ব্যবহার করুন
# নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন
# অজানা ডিভাইস পেলে ম্যাক ফিল্টারিং চালু করুন
# ডিফল্ট অ্যাডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড পরিবর্তন করুন
# গেস্ট নেটওয়ার্ক চালু করে অতিথিদের আলাদা সংযোগ দিন

আপনার রাউটারের নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্যবস্থা নিলে অননুমোদিত প্রবেশ ঠেকানো সম্ভব হবে এবং আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!