খুলনা, বাংলাদেশ | ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  বাংলাদেশে শান্তি অত্যন্ত জরুরি, এটা যেন মনে রাখি: প্রধান উপদেষ্টা
  নরসিংদীতে ঈদের দিন ৪ জনকে কুপিয়ে জখম, একজনকে জবাই করার চেষ্টা

গোবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপন

গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ বুধবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান।

এদিন সকাল সাড়ে ৯টায় গোপালগঞ্জ শহরের শহিদ স্মৃতিস্তম্বে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বিশ্ববিদ্যালয় পরিবার। পরে সকাল ১০টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্‌যাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, স্বাধীনতা একটি বিমূর্ত ধারণা। যা অর্জন করা কেবল শিক্ষিত মানুষের পক্ষেই সম্ভব এবং স্ব-শিক্ষিত মানুষ যেখানে আছে, সেখানে স্বাধীনতা অর্জন করা অপেক্ষাকৃত সহজ। আর ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা, জনগণের মধ্যে বিভিন্ন বিভ্রান্তি, মানসিক জটিলতা এবং দুইশো বছরের পরাধীনতার ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়ানো আমাদের এই দেশে স্বাধীনতার চিত্রটা ভিন্ন। তবে আশাব্যঞ্জক দিক হলো, এদেশের মানুষ কখনো অন্যায়ের বিরুদ্ধে চুপচাপ থাকেনি; বিদ্রোহ করেছে, স্বাধীনতা ছিনিয়ে এনেছে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের এই সময়ে দাঁড়িয়ে আমরা অনেক কিছু নিয়ে স্বপ্ন দেখতে পারি। ২৪ এর বৈষম্যবিরোধী আন্দোলন আবারও সেই সুযোগ তৈরি করে দিয়েছে। আমরা যদি নিজেদের জায়গা থেকে উন্নতি করতে পারি, তবেই দেশটা এগিয়ে যাবে। তাই এই বিশ্ববিদ্যালয়কে প্রথম শ্রেণির বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়াই হোক আমাদের অঙ্গীকার

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান বলেন, আমরা সবসময় একধরনের মনস্তাত্ত্বিক দাসত্বে বন্দি থাকি। যেকারণে ক্ষমতায় যারা গেছে, আমরা তাদের দাসত্ব করেছি। সবসময় শাসকের শৃঙ্খলকে অন্তরে গেঁথে নিয়েছি। যেকারণে বিগত রেজিমও আমাদের ব্যবহার করে তাদের স্বার্থোদ্ধার করে গেছে। এর দায় আমাদের সকলের। যেকোনো রেঁনেসার পর দেখা যায়, ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশনের সাথে সাথে সাংস্কৃতিক জাগরণ ঘটে। আমাদের দেশে কিছুটা অর্থনৈতিক অগ্রগতি হলেও শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানে কোনো জাগরণ হয়নি। কাজেই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুকান্ত বিশ্বাসের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, মানবিকী অনুষদের ডিন মো. আব্দুর রহমান, প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব, ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক মো. বদরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, সহকারী অধ্যাপক ড. মো. আবু সালেহ্ ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইমরান বিশ্বাস।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যায় প্রশাসনিক ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!