ভারতের পরিকল্পনায় বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে বৃহস্পতিবার রাতে অভিযোগ তুলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এর পরদিনই একই বিষয়ে মন্তব্য করেছেন জুলাই আন্দোলনের আরেক অন্যতম সংগঠক আসিফ মাহমুদ ভূঁইয়া।
বর্তমানে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ ভূঁইয়ায় মতে, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর ইচ্ছা বা পরিকল্পনা বিপজ্জনক।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই মন্তব্য করেন সরকারের এই উপদেষ্টা।
তিনি লিখেছেন, ‘আমরা কবে থেকে জার্মানি, ইতালির থেকে বেশি ইনক্লুসিভ ডেমোক্রেটিক হয়ে গেলাম? গণহত্যার বছর না ঘুরতেই আওয়ামী লীগকে ফেরানোর খায়েশ বিপজ্জনক।’
এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ফেসবুকে নিজের ভেরিভাইড আইডিতে দেওয়া এক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, আওয়ামী লীগের সাথে কোন ইনক্লুসিভিটি হতে পারে না।আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে।
এর কিছক্ষণ পর শুক্রবার ভোরে আওয়ামী লীগের ফেরা নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফেসবুকে নিজের আইডিতে লিখেছেন, ‘আওয়ামী লীগের চ্যাপ্টার ৩৬ জুলাই ক্লোজড হয়ে গিয়েছে। নতুন করে ওপেন করার কোনই অবকাশ নেই’।
খুলনা গেজেট/ টিএ