Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ইংল্যান্ড সফরে পাকিস্তান দলে যুক্ত হলেন আমির

ক্রীড়া প্রতিবেদক

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ইংল্যান্ড সফর থেকে নিজের নাম প্রত্যাহার করেছিলেন পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমির। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে গত শুক্রবার (১৭ জুলাই) আমিরের দ্বিতীয় সন্তান পৃথিবীর মুখ দেখেন। আর তাই ইংল্যান্ডের বিপক্ষে খেলার জন্য দলের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি পেসার। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট এবং টি-টোয়েন্টি সফরের দলের জন্য পাকিস্তানের ঘোষিত ৩০ সদস্যের দলে শুরুতে ছিলেন আমির। কিন্তু দ্বিতীয় সন্তানের পৃথিবীতে আসার সম্ভাব্য সময়ের সঙ্গে সিরিজের সময় মিলে যাওয়ায় নিজের নাম প্রত্যাহার করেন আমির।
তবে গত শুক্রবার আমির-নারজিস দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান জয়া আমির পৃথিবীর আলো দেখেন। আর এরপরে নিজেকে ইংল্যান্ড সফরের জন্য প্রস্তুত ঘোষণা করেন আমির। নির্বাচকরাও তাকে স্কোয়াডে যুক্ত করে নেয়। তবে করোনাভাইরাস টেস্টে নেগেটিভ আসলে কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন আমির।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন