নবগঠিত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিগগিরই জুলাই অভ্যুত্থানের সহিংসতার বিচার, সংস্কার, নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করবে। আজ (১০ মার্চ) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে এক ইফতার অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন।
জাতীয় নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলোর আহ্বানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই আমাদের বলছে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার রাজনীতি না করতে। কিন্তু আমরা পাল্টা বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার স্থগিতের রাজনীতি করবেন না।’
তিনি আরও বলেন, ‘ন্যায়বিচার ও সংস্কার নিশ্চিত করতে সহযোগিতা করুন। আমরা আপনাদের নির্বাচনের ব্যবস্থা করতে সাহায্য করব। আমি সরকারকে দ্রুত ন্যায়বিচার ও সংস্কারের জন্য একটি রোডম্যাপ ঘোষণা করতে বলব।’
এনসিপি প্রধান জানান, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তার দল কারও ওপর নির্ভর করতে চায় না।
তিনি বলেন, ‘এজন্যই আমরা মাঠে থেকে এটি সম্ভব করে তুলব। খুনি হাসিনার বিচার ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা হবে না— এমন কী ভরসা আছে?’
তিনি আরও বলেন, এনসিপি নির্বাচনের বিপক্ষে নয়। ‘নির্বাচনে অংশগ্রহণের জন্যই আমরা দল গঠন করেছি। কিন্তু প্রথমে আমরা বিচার ও সংস্কারের পক্ষে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।’
অনুষ্ঠানে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা রাষ্ট্রীয় সংস্কারের গুরুত্বের ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমরা কেবল এক শাসনব্যবস্থা থেকে অন্য শাসনব্যবস্থায় যাওয়ার জন্য সংস্কারের কথা বলছি না। বরং সমগ্র শাসনব্যবস্থা পরিবর্তন করে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই।’
এনসিপির প্রধান সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী আন্দোলনের জন্য দলের পরিকল্পনা তুলে ধরে বলেন, ‘শেখ হাসিনা ও তার সহযোগী, ব্যবসায়ী, শিক্ষক, এমপি ও মন্ত্রীদের বিচারের দাবিতে আমরা আবারও রাস্তায় নামব। যে সংবিধানের কারণে এত ভাই আহত ও নিহত হয়েছেন, তা বাতিল করে নতুন সংবিধান লেখা উচিত। আমরা ন্যায়বিচার, সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে রাস্তায় নামব।’
দলের সদস্য সচিব আখতার হোসেন ভারত থেকে হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়ে বলেন, ‘সমস্ত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছেন। আহত ও শহীদদের পক্ষে আমরা দাবি করছি, যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফিরিয়ে এনে বিচার করা হোক।’
তিনি আরও বলেন, ‘গত ৫৪ বছরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছে। আমরা চাই অন্তর্বর্তী সরকার সংস্কারের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করুক।’
এ সময় হাসিনার বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
খুলনা গেজেট/ টিএ