ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, মোস্তাফিজুর রহমান বিজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বিএনপি কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, শিবিরকর্মী শামীম হোসেন হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর থেকে পলাতক ছিলেন।
২০১৬ সালের ২৪ মার্চ শিবিরকর্মী শামীম হোসেনকে সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়। ২০ দিন পর যশোরের হৈবতপুর ইউনিয়নের লাউখালী বিরাম পুকুর থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শামীমের বাবা রুহুল আমিন বাদী হয়ে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঝিনাইদহের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় মোস্তাফিজুর রহমান বিজুসহ মোট ১২ জনকে আসামি করা হয়েছে।
ওসি শহিদুল ইসলাম জানান, আমরা আদালতের নির্দেশ অনুযায়ী মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
মোস্তাফিজুর রহমান বিজুকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। মামলাগুলোর তদন্তের ভিত্তিতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে