খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ
  অ্যান্টিগা টেস্ট: ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের, দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ৪০/২

বিশ্বকাপ বাছাইয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

ল্যাতিন আমেরিকা অঞ্চলের বিশ^কাপ বাছাইপর্বের ম্যাচে ভোরে মাঠে নামছে দুই ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার ভোর ৫টায় উরুগুয়ের মাঠ সেন্টনারিওতে খেলতে নামবে নেইমার বিহীন ব্রাজিল।
ভোর সাড়ে ৬টায় স্তাদিও দি লিমায় পেরুর অতিথি হয়ে খেলবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ভোর ৫টায় আরেক ম্যাচে প্যারাগুয়ে খেলবে বলিভিয়ার সাথে। এর আগে আগামীকাল রাত ৩টায় ইকুয়েডরের মুখোমুখি হবে কলম্বিয়া, একই সময় ভেনিজুয়েলা মোকাবেলা করবে চিলির।

করোনা ও ইনজুরির কারণে এই ম্যাচেও ব্রাজিল কোচ লিওনার্দো বাচ্চি তিতে এই ম্যাচে পাচ্ছেন না দলের অন্যতম তারকা নেইমার জুনিয়রসহ ফিলিপে কুতিনহো, ফাবিনহো, অ্যালিসন বেকার, ক্যাসেমিরো ও এদার মিলিতাওকে। তাই সামনে থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পারলন করতে হবে রবের্ত ফিরমিনো, গ্যাব্রিয়েল জেসুস ও রিচার্লিসনদের। অন্য দিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন লুইস সুয়ারেজ, এডিনসন কাভানি ও নুনেজরা। ঘরের মাঠে নিজিদের প্রমাণ করতে সুবিধা আরেকটু বেশিই পাবে দ্য স্কাই ব্লু।

পূর্বের ৪২ বারের দেখায় ১৮ ম্যাচে জিতে দ্য গ্রিন এন্ড ইউলোর দিকে জয়ের পাল্লা ভারী হয়ে আছে। অন্য দিকে ১৩ ম্যাচ জিতেছে উরুগুয়ে। ১১টি ম্যাচ হয়েছে ড্র। ব্রাজিলের গোলসংখ্যা ৭৫টি, লা সেলেস্তেদের গোলসংখ্যা ৬৫টি। তবে আগের তিনটি ম্যাচ জিতে টেবিলের শীষ্যস্থানে দাঁড়িয়ে খোশ মেজাজে রয়েছে সেলেসাও।

অন্য দিকে লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াদের সাথে এই ম্যাচে আক্রমণভাগে ফিরতে পারেন লাউতারো মার্টিনেজ ও লুকাস ওকম্পাস। বাছাইপর্বের আগের তিন ম্যাচে এখনো হারেনি লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। দুই জয় ও গত ম্যাচে প্যারগুয়ের বিপক্ষে ড্র করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লা অ্যালবিসেলেস্তে।

এর আগের দু’দলের ৩৬ ম্যাচের দেখায় ২২টিতে জয় পেয়েছে আর্জেন্টিনা, ৫টিতে জয় লাভ করে পেরু এবং ৯টি ম্যাচ হয় ড্র। পেরুর জালে ৭৩ বার জালে বল পাঠিয়েছে দ্য হোয়াইট অ্যান্ড স্কাই ব্লু।

অন্য দিকে ৩৪ গোল আর্জেন্টিইনদের হজম করিয়েছে লা ব্ল্যানকুইরোজা। তবে পেরুর আশার দিক হলো ঘরের মাঠে সর্বশেষ তিন ম্যাচে তারা আর্জেন্টিনার বিপক্ষে হারেনি। তিনটি ম্যাচই ড্র করে তারা। আগের ফলাফল যাই হোক, মাঠে জয়ের খরা কাটাতেই নামবে দু’দল।

খুলনা গেজেট/এএমআর




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!