জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু’র নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, মো.আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৩ কোটি ৪৭ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে তার বিরুদ্ধে ২০০৪ এর ২৭ (১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
দুদক জানায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নথিপত্র যাচাই-বাছাই শেষে ১৩ কোটি ৯৬ লাখ ১৬ হাজার টাকা সম্পদের প্রমাণ পাওয়া যায়। যার মধ্যে ১০ কোটি ৪৮ লাখ ৩৯ হাজার টাকার সম্পদের বৈধ উৎস পাওয়া গেলেও ওই টাকার কোনো বৈধ উৎস পাওয়া যায়নি।
খুলনা গেজেট/এমএম