খুলনা, বাংলাদেশ | ১৮ ফাল্গুন, ১৪৩১ | ৩ মার্চ, ২০২৫

Breaking News

  দিনাজপুরে কাভার্ডভ্যান-ইজিবাইক সংঘর্ষে নিহত ২
  রাজধানীর শাহজাদপুরের আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু
  সাবেক ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের দুই মামলা
  প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ বাতিলের রায় স্থগিত : আপিল বিভাগ

ইউক্রেনের পাশে দাঁড়ালো গোটা ইউরোপ

আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত আলাপের পর একরকম বেকায়দায় পড়ে গেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এবার ইউক্রেন সংঘাতের বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের আহ্বানে লন্ডনে শুরু হওয়া শীর্ষ সম্মেলনে এক ডজনেরও বেশি ইউরোপীয় নেতা অংশ নিয়েছেন। সেখানে আজ রোববার (২ মার্চ) ওই সম্মেলন শুরু হয়েছে।

সম্মেলনের আয়োজক যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জেলেনস্কিকে পাশে নিয়ে রোববার সম্মেলনে বক্তৃতা করেন। এ সময় ইউক্রেন ও ইউরোপীয় দেশগুলোর পতাকা সামনে রেখে তিনি বলেন, ইউরোপের নিরাপত্তার জন্য এক প্রজন্মের একটি মুহূর্ত এটি। এই সংকট মোকাবিলায় আমাদের সকলকে পদক্ষেপ নেওয়া দরকার।

ইউক্রেনের প্রেসিডেন্টকে তিনি জানান, ‘‘আমি আশা করছি, আপনি জানেন আমরা যত সময় লাগুক না কেন, আমরা আপনার ও ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছি। এই টেবিলের চারপাশের প্রত্যেকে আপনার পাশে আছে।’’

‘‘আমাদের সকলের সুবিধায় শান্তির জন্য এই বৈঠক থেকে যেসব পদক্ষেপ আসবে, সেই বিষয়ে আমাদের ঐক্যমতে পৌঁছাতে হবে।’’ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটেসহ ইউরোপের আরও ১৮ শীর্ষ নেতা লন্ডনে জেলেনস্কিকে স্বাগত জানান।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুক্রবারের জেলেনস্কির উত্তপ্ত বৈঠকের একেবারেই বিপরীত দৃশ্য দেখা গেছে লন্ডনে। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির উত্তপ্ত বাক্য বিনিময়ের পর আকস্মিক বৈঠকস্থল ত্যাগের পর ইউরোপে পৌঁছেছেন জেলেনস্কি। সেখানে ইউরোপের বিভিন্ন দেশের নেতারা ইউক্রেন যুদ্ধের বিষয়ে শান্ত পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন।

সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, ইউক্রেনকে ঘিরে ‘‘পশ্চিমা বিশ্বে বিভাজন’’ এড়াতে এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেলেনস্কি এবং ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে কিয়েভের সঙ্গে যুক্তরাজ্য, ফ্রান্স এবং ‘‘সম্ভবত এক বা দুটি’’ পক্ষ একসঙ্গে কাজ করবে, এমন শর্তে একটি চুক্তি হয়েছে। তিনি বলেন, সম্মেলনে ঐক্যমতে পৌঁছানো এই শান্তি পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে।

বিবিসির লরা কুইনসবার্গকে স্টারমার বলেন, ‘‘আমি মনে করি আমরা সঠিক একটি পদক্ষেপ পেয়েছি।’’ তিনি বলেন, আমাদের এমন একটি উপায় খুঁজে বের করতে হবে যাতে আমরা সকলে একসঙ্গে কাজ করতে পারি। কারণ, শেষ পর্যন্ত আমরা তিন বছরের রক্তাক্ত সংঘাত দেখছি। এখন আমাদের সেই স্থায়ী শান্তিতে পৌঁছাতে হবে।

স্টারমার বলেন, ‘‘যুক্তরাজ্য, ফ্রান্স এবং সম্ভবত আরও এক বা দুটি পক্ষ যুদ্ধ বন্ধ করার পরিকল্পনায় ইউক্রেনের সঙ্গে কাজ করবে। তারপর আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করব।’’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে নিজের ওভাল অফিসে বাগবিতণ্ডায় জড়িয়ে বিশ্বব্যাপী শিরোনাম হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনলাইনে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও দুই দিনের মধ্যেই বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!