খুলনা, বাংলাদেশ | ১১ ফাল্গুন, ১৪৩১ | ২৪ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি শুরু করবে নেপাল
  সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৭
খুবিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব

গার্মেন্টসের পর দেশের আরেকটি সম্ভাবনাময় খাত হতে পারে পর্যটন

গে‌জেট ডেস্ক

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেছেন, গার্মেন্টস খাতের পর বাংলাদেশের আরেকটি সম্ভাবনাময় খাত হতে পারে পর্যটন। গার্মেন্টেস খাতের বৈদেশিক আয় দেশের উন্নয়নে ব্যাপক অবদান রাখছে। বর্তমান অন্তর্বর্তী সরকার পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। পর্যটন খাতের বিকাশ ঘটলে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিকে‌লে খুলনা বিশ্ববিদ্যালয়ের লিয়াকত আলী মিলনায়তনে ‘ইকো-গাইড: পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশে ট্যুরিজম বোর্ড ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালকের দপ্তর এ কর্মশালা আয়োজন করে।

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের ক্ষেত্রে সবার আগে জীববৈচিত্র্য রক্ষার দিকে নজর দেওয়া উচিত। এক্ষেত্রে যাতে গহিন বনে জনসাধারণের প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আরও বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নে দিক-নির্দেশনা উঠে আসবে, যা আগামীতে সুন্দরবন উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ের পাইকগাছাস্থ ২য় ক্যাম্পাসে ট্যুরিজম হসপিটালিটি বিষয়ে অনার্স, মাস্টার্স ও ডিপ্লোমা কোর্স চালু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

কর্মশালায় বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী ও খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো। প্রধান আলোচক হিসেবে ‘ইকো-গাইডিং ইজ মোর দ্যান জাস্ট এ জব: অপরচুনিটিস ফর দ্য ইউনিভার্সিটি গ্রাজুয়েটস’ শীর্ষক সেশনে পর্যটন খাতে নানা দিক তুলে ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম।

কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পর্যটন) মোঃ আতাউর রহমান এনডিসি। সভাপতিত্ব করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থী সাকিব চৌধুরী ও জান্নাতুল ফেরদৌস পুষ্প।

উদ্বোধন অনুষ্ঠানের প্যানেল ডিসকাশনে অংশগ্রহণ করেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবন (টোয়াস) এর সাধারণ সম্পাদক এম. নাজমুল আজম ডেভিড, পুগমার্ক ট্যুরস এন্ড ট্রাভেলস এর সিনিয়র ইকো-গাইড মোঃ নজরুল ইসলাম বাচ্চু, ঢাকা সিটি ট্যুরস এর সিনিয়র ইকো-গাইড সারওয়ার জাহান মিঠু, অ্যারেঞ্জার ট্যুরস এন্ড ট্রাভেলস এর ইকো-গাইড আল-আমিন হোসেন আনাস এবং পপুলার ট্যুরস এন্ড ট্রেড এর ইকো-গাইড এক্সপার্ট শুরাজ মাহমুদ (ফারদিন)।

কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) এর শিক্ষক ও কর্মকর্তা এবং বিভিন্ন ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!