Edit Content
খুলনা বাংলাদেশ
বুধবার । ২৩শে জুলাই, ২০২৫ । ৮ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

লোহাগড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

লোহাগড়া প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ার ইতনা ইউনিয়নের চর সুচাইল গ্রামে জার্মান প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে , উপজেলার ইতনা ইউনিয়নের চর সুচাইল গ্রামে গত মঙ্গলবার (১৮ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে অজ্ঞাত একদল ডাকাত ওই গ্রামের জার্মান প্রবাসী মো. রাজীব হোসেনের একতলা বাড়িতে হানা দেয়। ডাকাত দল বাড়ির সিড়ি ঘরের টিন কৌশলে খুলে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে ওই প্রবাসীর বৃদ্ধ বাবা মো. তারেক হোসেনকে (৮০) চেতনানাশক স্প্রে প্রয়োগ করে অজ্ঞান করে এবং প্রবাসীর মা হাওয়া বেগমকে (৬৭) অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে দেড় ভরি ওজনের একটা স্বর্ণের চেইন, দুই হাতে থাকা এক ভরি ওজনের স্বর্নের বালা, কানে থাকা ৫ আনা ওজনের স্বর্ণের দুল, নাকে থাকা নাক ফুল যার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা ও নগদ কিছু টাকা ডাকাতি করে নিয়ে যায়। এসময় প্রবাসীর মা হাওয়া বেগমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন অচেতন অবস্থায় মো. তারেক হোসেনকে উদ্ধার করে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার জ্ঞান না ফেরায় বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনায় ক্ষতিগ্রস্তদের মৌখিক অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন