যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
তিনি বলেছেন, “বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রধানমন্ত্রী মোদি তার পর্যবেক্ষণ শেয়ার করেছেন। এমনকি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনি যে চিন্তিত সেটিও শেয়ার করেছেন। এছাড়া ভারত বাংলাদেশের পরিস্থিতি কীভাবে দেখে সেটিও বলেছেন।”
গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই সময় থেকে ভারত সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে মনগড়া কথা বলে আসছে। এমনকি মোদি নিজে পর্যন্ত এসব অভিযোগ করেছেন। যেগুলোর সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলনে আরও বলেছেন, “আমি মনে করি, আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে এগোবে, যেখানে আমরা তাদের সঙ্গে গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক গড়তে পারব।”
“তবে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। আর প্রধানমন্ত্রী মোদি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সে বিষয়গুলো শেয়ার করেছেন।”— বলেন মিশ্রি।
এদিকে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে গুজব ছড়ানো শুরু করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। যা পরবর্তীতে বিভিন্ন ফ্যাক্ট চেকার সংস্থার মাধ্যমে প্রমাণিত হয়েছে।
খুলনা গেজেট/এএজে