মঙ্গলবার । ১৮ই নভেম্বর, ২০২৫ । ৩রা অগ্রহায়ণ, ১৪৩২

সিআইডি কর্মকর্তাদের বিরুদ্ধে স্বাচিপ নেতা তারিমের পাল্টা মামলা

নিজস্ব প্রতিবেদক

সিআইডির ৬ কর্মকর্তা ও দুই সাংবাদিকের বিরুদ্ধে খুলনার আদালতে মামলা হয়েছে। প্রশ্নফাঁসের অভিযোগে গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা ডা. ইউনুচ উজ্জামান খাঁন গত ১২ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন।

খুলনার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক মো. আনিচুর রহমান মামলাটি আমলে নিয়ে আগামী ২৭ এপ্রিল সিআইডির বিশেষ পুলিশ সুপারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ডা. তারিম আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক ও খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি দীর্ঘদিন ধরে মেডিকেল ভর্তি কোচিংয়ের সঙ্গে জড়িত। ২০২৩ সালের ১৮ আগস্ট প্রশ্নফাঁসের অভিযোগে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

মামলার আসামিরা হলেন সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা, সিআইডি’র এস আই মেহেদী হাসান, এস আই আতিকুর রহমান, এস আই মো. লালবুর রহমান, এস আই মিল্টন দেবনাথ, এস আই শিব্বির আহমেদ, চ্যানেল ২৪-এর সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল ইমরান ও চ্যানেল ২৪ এর রিপোর্টার মোঃ তানভীর।

মামলার অভিযোগে তিনি উল্লেখ করেন, ২০২১ সালের ২১ মার্চ ও ২০২৩ সালের আগস্ট মাসের প্রথম সপ্তাহে আসামিরা চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার আব্দুল্লাহ আল ইমরানের মাধ্যমে ডাঃ তারিমের নিকট চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কোচিং সেন্টার বন্ধ করার হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকার করলে ২০২৩ সালের ১৮ আগস্ট ভোর ৬টার দিকে ডা. তারিমসহ ৬ জন চিকিৎসককে সিআইডি গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়। সেখানে তাদের ইলেকট্রিক শক ও হত্যার হুমকি দিয়ে প্রশ্নপত্র ফাঁসের মিথ্যা স্বীকারোক্তি আদায় করে ভিডিও ধারণ করে টিভি চ্যানেলে প্রচার করে।

আসামিরা বেআইনিভাবে ১৮ সেপ্টেম্বর ৭ লাখ এবং ২১ সেপ্টেম্বর ৩ লাখ টাকাসহ মোট ১০ লাখ টাকা নিয়ে নেয় ডা. তারিমের কাছ থেকে। এছাড়া রিমান্ডে নিয়ে ডা. তারিমকে শারীরিক নির্যাতন করা হয়।

 

খুলনা গেজেট/হিমালয়




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন