২০২৩ সালে রাজধানীর পল্টন মডেল থানাধীন বিএনপির সমাবেশ চলাকালে যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদারকে কারাগারে পাঠিয়েছে আদালত। সেইসঙ্গে মামলার মূল নথি আদালতে পৌঁছানোর পর সাত দিনের পুলিশ রিমান্ড ও জামিন আবেদনবিষয়ক শুনানির নির্দেশনা দেন বিচারক।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এদিন বেলা ১ টার দিকে আদালতে আনা হয় এই আওয়ামী লীগ নেতাকে। মামলার তদন্তকারী কর্মকর্তার সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালতে মূলনথি না পৌঁছানোয় এদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মূলনথি আদালতে পৌঁছানোর পর রিমান্ড ও জামিন আবেদন বিষয়ক শুনানির নির্দেশনা দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় মহাসমাবেশের ডাক দিলে একই দিন পাল্টা কর্মসূচি দেয় আওয়ামী লীগ। ফলে সৃষ্ট সহিংসতায় সমাবেশের একদিন আগেই নিহত হন যুবদল শামীম। রাঙামাটির পাঁচবাবের সাবেক এই সংসদ সদস্যকে গতরাতে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
খুলনা গেজেট/এএজে