ডিবি পরিচয়ে দুর্ধর্ষ ডাকাতির সঙ্গে জড়িত যুবলীগের এক নেতাসহ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজনের নাম বেলাল চাকলাদার। তিনি যুবলীগের নেতা। রাজধানীর মতিঝিল ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য ও বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের সাবেক মেম্বার। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২টি হত্যা মামলাসহ ডাকাতির মামলা রয়েছে।
রোববার রাত ও ভোরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ডাকাত দলের নেতা ও যুবলীগের সদস্য বেলাল চাকলাদারসহ ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির রমনা বিভাগ। সোমবার সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের ডিসি মো. মাসুদ আলম।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলাল চাকলাদার ৫ আগস্টের পর রাজনৈতিক ছদ্মবেশে ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি ৬টি ডাকাতির সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বেলাল ও তার চক্রের বিরুদ্ধে।
বেলাল চাকলাদার বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ৩ নম্বর ইউনিয়ন চেয়ারম্যান ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু মুসা হিমু মুন্সীর ঘনিষ্ঠ। এক সময় হিমু মুন্সী জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
খুলনা গেজেট/এনএম