খুলনা, বাংলাদেশ | ২৫ মাঘ, ১৪৩১ | ৮ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস ও সিএনজির সংঘর্ষে নিহত ২
  হামলার প্রতিবাদে দুপুরে গাজীপুরে বিক্ষোভ সমাবেশের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
  খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
  গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাংচুর, আ’লীগ সমর্থকদের হামলায় আহত ১৫

মোজাম্মেল হকের বাড়িতে হামলা, যা বললেন সারজিস আলম

গেজেট ডেস্ক

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাংচুর ও লুটপাট ঠেকাতে গিয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ২টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন। আমরা আসছি…।’

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিম জানান, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ধীরাশ্রমের বাড়িতে লুটপাট হচ্ছে, এমন খবরে লুটপাট ঠেকাতে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। সেখানে মাইকে ঘোষণা দিয়ে ছাত্রলীগ, যুবলীগ ও এলাকাবাসী ছাত্রদের উপর হামলা চালানো হয়। এই সময় গুরুতর আহত হয় ২০ জন। পরে ঘটনাস্থলে আইনশঙ্খলা বাহিনী সদস্যরা পৌঁছে আহতদের উদ্ধার করে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক ১৩ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

পরে রাত ৩টায় আহতদের দেখতে হাসপাতালে আসেন সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এসময় আহত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের কথা বলেন তারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!