খুলনা, বাংলাদেশ | ২৪ মাঘ, ১৪৩১ | ৭ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বিপিএল ফাইনাল: চিটাগংয়ের দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করবে বরিশাল
  আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের সম্পত্তিতে হামলা বন্ধের আহ্বান প্রধান উপদেষ্টার
  কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করে না সরকার : সংস্কৃতি উপদেষ্টা

সাইফের মতোই ঋত্বিকের বাড়িতে দুষ্কৃতীর হামলা!

বিনোদন ডেস্ক

অনেকটা সাইফ আলি খানের বাড়িতে হামলার মতোই ঘটনা ঘটল টালিউডে। দিন-দুপুরেই অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বাড়িতে আততায়ীর আগমন! সামাজিক মাধ্যমে সেই খবর নিজেই এসে জানালেন ঋত্বিক। তবে এ ঘটনায় সুস্থ রয়েছেন অভিনেতা!

সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন ঋত্বিক। সেখানে তিনি বলছেন, তিনি বেলকনিতে বসে একটি বই পড়ছিলেন। এরপরে ঋত্বিক সেখান থেকে পানি আনতে উঠে পড়েন। ঋত্বিকের সন্দেহ হয়, তখন বেলকনি দিয়ে কেউ একজন প্রবেশ করেছে। একপর্যায়ে ঋত্বিকের পাশাপাশি চলে আসেন তিনি। হঠাৎ মুখোমুখি হয়ে যাওয়ায় চমকে ওঠেন ঋত্বিক। তার গলা দিয়ে চিৎকার বেরিয়ে আসে স্বাভাবিকভাবেই।

ঋত্বিক জানান, তার সঙ্গে হাতাহাতিও হয়ে যায় ওই আততায়ীর। এরপরে ওই আততায়ী সেখান থেকে পালিয়ে যায়। জানা যাচ্ছে, হাতাহাতি হলেও ওই ব্যক্তির কাছে কোনো অস্ত্র ছিল না। সে কারণেই আহত হননি ঋত্বিক। তবে ঋত্বিক এরপরে সিসিটিভি ফুটেজে দেখতে পান ওই লোকটিকে।

সেই ভিডিওটিও প্রকাশ্যে এনেছেন ঋত্বিক। সেখানে দেখা যাচ্ছে, একজন সিঁড়ি দিয়ে দ্রুত নেমে যাচ্ছে। যেমনটা ঘটেছিল সাইফ আলি খানের বাসায়। এরপরে সেই ব্যক্তি আবার ফিরে আসেন, আর তারপরেই উদঘাটন হয় আসল রহস্য।

ওই ব্যক্তি ফিরে এসে ক্যামেরার সামনে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা দেখা যায়, সেটি আসলে নতুন ছবি ‘পরিচয় গুপ্ত’-র প্রকাশ মাত্র। হামলার ঘটনা একেবারেই সাজানো। অভিনব এই উপায়ে ছবির প্রচার করতে চেয়েছেন ঋত্বিক।

সামনেই মুক্তি পেতে চলেছে ঋত্বিক চক্রবর্তীর নতুন ছবি ‘পরিচয় গুপ্ত’। এই ছবিতে ঋত্বিক ছাড়াও রয়েছেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, দর্শনা বণিক। এছাড়াও, এই ছবিতে রয়েছেন, জয় সেনগুপ্ত, অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রৌনক ভট্টাচার্য সহ আরও অন্যান্য অভিনেতারা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!