ঝিনাইদহের মহাসড়কে যাত্রীবাহী একটি চলন্ত বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধ-শত যাত্রী। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় বাসে থাকা অর্ধশত যাত্রী প্রাণে রক্ষা পেলেও পুড়ে গেছে পুরো বাস। এতে ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে গড়াই পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়ার গন্তব্যে রওনা হয়। পথে শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে বাসটির সাইলেন্সার অংশ থেকে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে দাউ–দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাস থেকে দ্রুত যাত্রীরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় রক্ষা পায় তারা।
শৈলকুপা ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দীন জানান, খবর পেয়ে সেখানে আমরা পৌঁছায়। তবে এলাকায় পানির স্বল্পতা থাকার কারণে কাজে কিছুটা বেগ পেতে হয়। আগুন নেভানোর শেষ পর্যায়ে ঝিনাইদহ থেকে আরও একটি ইউনিট আমাদের সঙ্গে যুক্ত হয়। যাত্রীরা বড় দুর্ঘটনার আগেই বাস থেকে নেমে পড়ায় এ ঘটনায় কেউ আহত হয়নি।
বাসে ব্যবহৃত ব্যাটারি থেকে শর্ট সার্কিট লেগে এমন হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।
খুলনা গেজেট/ টিএ