বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

খুবির অবসরপ্রাপ্ত ৪ নারী কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা, প্রয়াতের জন্য স্মরণ সভা

গেজেট ডেস্ক 

দীর্ঘ কর্মজীবন শেষে খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত চার নারী কর্মকর্তাকে আজ বিদায় সংবর্ধনা দিয়েছেন প্রতিষ্ঠানের নারী কর্মকর্তারা। একই সাথে অকাল প্রয়াত এক নারী কর্মকর্তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত থেকে সংবর্ধিত নারী কর্মকর্তাদের হাতে ক্রেস্ট তুলে দেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।

সংবর্ধিত চার নারী কর্মকর্তা হলেন: উপ-রেজিস্ট্রার রজ্জাবীন নেছা, সহকারি গ্রন্থাগারিক হাসিনা খাতুন, সহকারি রেজিস্ট্রার আসমা সুলতানা ও সেকশন অফিসার আমিনা জেসমিন। চারজনই তাঁদের অনুভূতি প্রকাশ করে বক্তৃতা করেন।

এছাড়া ডা. কানিজ ফাহমিদা বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার হিসেবে যোগদান করায় নারী কর্মকর্তাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অকাল প্রয়াত সহকারি রেজিস্ট্রার অলোকা রানী দাসের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন তাঁর স্বামী এডভোকেট স্বপন কুমার দাস।

উপ-রেজিস্ট্রার নাহিদ পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, উপ-রেজিস্ট্রার কাকলী রহমান, উপ-রেজিস্ট্রার বেগম শামছুন্নাহার শিমুল, সেকশন অফিসার শামিমা সুলতানা, সেকশন অফিসার খোন্দকার সাহানারা নাজনীন প্রমুখ। সঞ্চালনা করেন সহকারি রেজিস্ট্রার মমতাজ খন্দকার লাবনী।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন