খুলনা, বাংলাদেশ | ২ মাঘ, ১৪৩১ | ১৬ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সম্মত হামাস
  রেস্তরাঁয় ধার্য করা নতুন ভ্যাট পুনর্বিবেচনার আশ্বাস এনবিআরের
  ২০১৮ সালের নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার সুপারিশ : ইসি সংস্কার প্রধান

শ্যামনগর থেকে হেঁটে বাগেরহাটের পথে সাতক্ষীরার পাঁচ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহাসিন ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্য শ্যামনগর থেকে বাগেরহাট পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পরিভ্রমণের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রী কলেজ থেকে যাত্রা শুরু করেন তারা। ১৯ জানুয়ারি বাগেরহাটের শহীদ স্মৃতি কলেজে পৌঁছে তাদের পরিভ্রমণ শেষ হবে।

রোভার স্কাউটস এর সর্বোচ্চ সম্মান প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ড প্রাপ্তির লক্ষ্যে পরিভ্রমণ ব্যাজ অর্জনের উদ্দেশ্যে এই পরিভ্রমণ সম্পন্ন করবেন সিনিয়র রোভার মেট আহাদুল্যাহ তরফদার, রোভার মেট এস.এম রায়হানুল ইসলাম রায়হান, রোভার সদস্য মিঠুন কুমার, রাফিউল্লাহ বেলালী ও মোঃ ফিরোজ হোসেন।

পাঁচ দিনব্যাপী পায়ে হাঁটা এই কর্মসূচিতে তারা সাতক্ষীরার কালিগঞ্জ, নলতা, সাতক্ষীরা সদর, পাটকেলঘাটার কুমিরা, যশোরের চুকনগর, খুলনা ও বাগেরহাট পায়ে হেঁটে পরিভ্রমণ করবেন । এই সময় সমাজ সচেতনতামূলক পাঁচটি শ্লোগান তারা বহন করবেন। পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন। এছাড়া গণ্যমান্য ব্যক্তিবর্গেও সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

পরিভ্রমণকারী দলের দলনেতা আহাদুল্যাহ তরফদার জানান, স্কাউটিংয়ের সবচেয়ে ঝুঁকি এবং আনন্দদায়ক অংশ পরিভ্রমণ। রোভাররা যেকোনো নতুন পরিস্থিতিতে নিজেদেরকে মানিয়ে নিতে পারে। আর পরিভ্রমণের মাধ্যমে এটি হাতে-কলমে শেখা যায়।

পরিভ্রমণকারী রায়হান বলেন, রোভার কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল পারদর্শিতা ব্যাজ আর্জন করা কিছুটা চ্যালেঞ্জিং। তবুও একজন রোভার হিসেবে খুবই আনন্দিত যে সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা রোভার প্রোগ্রামের সর্বশেষ ব্যাজের (পরিভ্রমণ ব্যাজ) উদ্দেশ্যে রওনা দিচ্ছি।

আরেক সদস্য রাফিউল্লাহ বলেন, পরিভ্রমণ ব্যাজটি অর্জন কষ্টদায়ক হলেও শিক্ষণীয় আনন্দদায়ক এবং চ্যালেঞ্জিং কাজ। আশা করি সুন্দরভাবে এটি শেষ করতে পারব।

যাত্রাপথে রোভার স্কাউট গ্রুপের পাঁচ সদস্যরা ১৫ জানুয়ারি রাতে দেবহাটার খান সরকারি খানবাহাদুর আহসানউল্লা কলেজে, ১৬ জানুয়ারি রাতে পাটকেলঘাটার কুমিরা মহিলা কলেজে, ১৭ জানুয়ারি যশোরের চুকনগর ডিগ্রী কলেজে, ১৮ জানুয়ারি রাতে মেট্রোপলিটন কলেজ, খুলনায় এবং ১৯ জানুয়ারি রাতে বাগেরহাটের শহীদ স্মৃতি ডিগ্রী কলেজে অবস্থান করবেন।

উল্লেখ্য, রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ পুরস্কার ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট’ অ্যাওয়ার্ড অর্জনের জন্য একজন রোভারকে ছয়টি পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হয়। এগুলোর মধ্যে অন্যতম পরিভ্রমণকারী ব্যাজ। যার জন্য একজন রোভারকে পায়ে হেঁটে পাঁচদিনে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করতে হয়। এছাড়া সাইকেলযোগে ৫০০ কিলোমিটার কিংবা নৌকায় দাঁড় বেয়ে ২৫০ কিলোমিটার পরিভ্রমণ করেও ব্যাজটি অর্জন করা যায়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!