বৃহস্পতিবার । ২৯শে জানুয়ারি, ২০২৬ । ১৫ই মাঘ, ১৪৩২

বিএনপির সাথে জামায়াতের বিরোধ নেই: নায়েবে আমির

গেজেট ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, জামায়াতের সাথে বিএনপির কোনো বিরোধ নেই। জাতীয় স্বার্থে এখনও একই অবস্থানে আছে বিএনপি-জামায়াত।

সোমবার (১৩ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ শীর্ষ নেতাদের সাথে। এরপর দলের নায়েবে আমির ডা. আবদুল্লাহ মো. তাহের গণমাধ্যমের সাথে কথা বলেন।

তিনি বলেন, ব্রাজিলের সাথে দেশের রাজনীতি ও অর্থনীতির ইস্যুতে আলোচনা হয়েছে। এছাড়া বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামী যে দীর্ঘ দিন কেন্দ্রীয় কার্যালয় খোলা রাখতে পারেনি এবং স্বাধীনভাবে রাজনীতিতে সক্রিয় থাকতে পারেনি সেই বিষয়গুলো নিয়েও ব্রাজিলের রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির জানান, আগামীতে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায় এ বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন