Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

সৌমিত্রকে নিয়ে চিকিৎসকদের এখন অলৌকিকেই ভরসা

বিনোদন ডেস্ক

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার গত ২৪ ঘণ্টায় কোনও উন্নতি হয়নি। তাঁর অঙ্গপ্রত্যঙ্গ সচল রাখার জন্য লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। অলৌকিকেই আপাতত ভরসা রাখছেন চিকিৎসকেরা।

চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, গত ৪০ দিন ধরে সৌমিত্রকে সুস্থ রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর পর ২৪ ঘণ্টায় কেটে গেলেও এখনও কোনও রকম উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে বলে জানিয়েছেন অরিন্দম। তিনি বলেন, “সৌমিত্রকে নিয়ে এখন অলৌকিকেই ভরসা করতে হবে আমাদের।” হাসপাতালে আসার জন্য সৌমিত্রর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তিন দিন আগেই শ্বাসনালিতে অস্ত্রোপচার হয় সৌমিত্রর। অস্ত্রোপচার সফলও হয়। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর শরীরের অঙ্গপ্রত্যঙ্গ ঠিকঠাকই কাজ করছে। তবে তিনি খুব দুর্বল। শ্বাসনালিতে অস্ত্রোপচারের পর সৌমিত্রর প্লাজমা থেরাপিও করা হয়।

খুলনা গেজেট/কেএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন