সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ জানাল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

আগামী মার্চের ১ তারিখ থেকে পবিত্র রমজান মাস শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ও জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। রোববার (১২ জানুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, আগামী ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ আর মাত্র সাত সপ্তাহের অপেক্ষার পরই শুরু হবে ইবাদতের মাস রমজান।

এবারের রমজান মাসটি যদি ২৯ দিনের হয়। তাহলে আগামী ৩০ মার্চ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় ঈদুল ফিতর পালিত হবে। অপরদিকে ৩০ দিনের হলে ৩১ মার্চ হবে ঈদ।

পবিত্র রমজান মুসলমানদের কাছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। ভোররাতে সাহরি খেয়ে রোজা রাখা শুরু করেন মুসলিম ধর্মাবলম্বী। মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উদযাপন করবেন তাঁরা।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন