খুলনা, বাংলাদেশ | ২৪ পৌষ, ১৪৩১ | ৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  উড্ডয়ন করেছে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স
  রাজধানীতে পঙ্গু হাসপাতালে আগুন
  গুম ও জুলাই গণহত্যায় জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল
  ট্রাভেল ডকুমেন্ট নিয়ে ভারতে আছেন শেখ হাসিনা, ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং

এবার আলোচনায় তাহসানের শ্বশুর ‘পানামা ফারুক’

গেজেট ডেস্ক

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান দীর্ঘ ৭ বছর পর বিয়ে করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে। বিয়ের সংবাদ সামাজিক মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে তাহসান ভক্তদের আগ্রহের বিষয় হয়েছে। পাশাপাশি সদ্য বিবাহিতা স্ত্রীর নিহত পিতার পরিচয় নিয়ে উঠেছে আলোচনা।

শনিবার (৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচনা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, রোজা আহমেদের পিতা ছিলেন বরিশালের একসময়ের শীর্ষ সন্ত্রাসী ফারুক আহমেদ ওরফে পানামা ফারুক। যিনি ২০১৪ সালে র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন। তার বাড়ি বরিশাল নগরের চকবাজার এলাকায় বাসিন্দা ছিলেন। কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, পানামা ফারুকের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ ১০টি মামলা ছিল।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। সেই সময়ে বরিশাল নগরে গড়ে ওঠা ‘আট বাহিনীর’ একটির প্রধান ছিলেন পানামা ফারুক। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতায় এলে এসব শীর্ষ সন্ত্রাসী বিদেশে পালিয়ে যান। ২০০৮ সাল পর্যন্ত ফারুক ও তার বাহিনীর সদস্যরা দেশের বাইরে পলাতক ছিলেন।

১৯৯৬-২০০১ সালে তখনকার চিফ হুইপ বর্তমানে বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর অনুসারী পানামা ফারুক ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন বলে অভিযোগ রয়েছে। ক্ষমতাসীনের সঙ্গী থাকায় তার বিরুদ্ধে তখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বরিশাল নগরীর উত্তর-পূর্বাঞ্চল তিনি নিয়ন্ত্রণ করতেন বলে জানা গেছে। বাজার রোড এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান পানামা ট্রেডার্সের মালিক ছিলেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার পর তার নামের সঙ্গে ‘পানামা’ বসে যায়। নাম হয় ‘পানামা ফারুক’।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!