Edit Content
খুলনা, বাংলাদেশ
বৃহস্পতিবার । ৩১শে জুলাই, ২০২৫ । ১৬ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ট্রলির ধাক্কায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গায় মোটরসাইকেলে আখবোঝাই ট্রলির ধাক্কায় রানা হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে বালিয়াডাঙ্গা-শিশুতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা হোসেন কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের মুনছুর আলীর ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলে করে বালিয়াডাঙ্গা বাজারে যাচ্ছিলেন রানা হোসেন। বিপরীত দিক থেকে আসা আখবোঝাই ট্রলি তার মোটরসাইকেলকে মুখোমুখি ধাক্কা দেয়। এ সময় ট্রলিতে থাকা আখে লেগে রাস্তার ওপর পড়ে গেলে ট্রলির পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান রানা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম হাওলাদার জানান, যুবক নিহতের ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন