Edit Content
খুলনা বাংলাদেশ
বৃহস্পতিবার । ২৪শে জুলাই, ২০২৫ । ৯ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

হরিণাকুন্ডুতে গাঁজাসহ আটক ৩

হরিণাকুন্ডু প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কালাম, ইমরান ও জনি নামে তিন মাদক ব্যাবসায়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার জনি ঝিনাইদহ সদর উপজেলার পাঁচটিকারি গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। ইমরান পাশ্ববর্তী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ঠাকুরপুর গ্রামের ইমারুল ইসলামের ছেলে ও কালাম একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁদপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা একটি সবজির ব্যাগ তল্লাসি করে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

হরিণাকুনাডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, রাতে তিনি নিজে উপস্থিত থেকে ওই এলাকায় পুলিশের নিয়মিত টহল পরিচালনা করছিলেন। সেসময় একটি মোটরসাইকেলে করে ওই তিন যুবক যাচ্ছিলেন। এসময় তাদের কাছে থাকা একটি সবজির ব্যাগ তল্লাসি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন