খুলনা, বাংলাদেশ | ৮ পৌষ, ১৪৩১ | ২৩ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  গাজীপুরে কারখানায় আগুন : নিহতের সংখ্যা বেড়ে ২
  হাইকোর্টের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়ম তদন্তে রাষ্ট্রপতির অনুমোদন
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫

কার্যক্রম গতিহীন, ৫ বিভাগ ও ৩২ জেলাকে ফের তাগিদ এনএসসির

ক্রীড়া প্রতিবেদক

গত ২১ আগস্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে দেশের জেলা-বিভাগীয় ও উপজেলা ক্রীড়া সংস্থার বিদ্যমান কমিটি ভেঙে দিয়েছিল। ছয় দিন পর জাতীয় ক্রীড়া পরিষদ উক্ত সংস্থাগুলোর অ্যাডহক কমিটির কাঠামো নিরূপণ করে একটি নির্দেশনা জারি করে। প্রায় চার মাস হয়ে গেলেও অনেক জেলা-বিভাগ থেকে এখনো কমিটির প্রস্তাব জাতীয় ক্রীড়া পরিষদে আসেনি।

দেশে বিভিন্ন খেলার সর্বোচ্চ সংস্থা ফেডারেশন বা এসোসিয়েশন। সেই ফেডারেশন-এসোসিয়েশন নির্বাচিত হয় জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধির ভোটের মাধ্যমে। জেলা-বিভাগীয় ক্রীড়া সংস্থা কমিটি গঠন না হওয়ায় অনেক ফেডারেশনের কার্যক্রমও গতিহীন হয়ে পড়ছে।

জাতীয় ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অলিম্পিক এসোসিয়েশন এবং ফেডারেশনগুলোর বিষয়গুলো উল্লেখ করে দ্রুত কমিটি গঠনের জন্য পুনরায় তাগিদ দিয়েছেন।

আট বিভাগের মধ্যে মাত্র চট্টগ্রাম,রাজশাহী ও খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি জাতীয় ক্রীড়া পরিষদে প্রেরণ করেছে। ৬৪ জেলা সংস্থার মধ্যে পঞ্চগড়, মানিকগঞ্জ, কুমিল্লা, নেত্রকোণা, সুনামগঞ্জ, মাগুরা, ভোলা, খুলনা, গাইবান্ধা, বরগুনা, যশোর, বগুড়া, লালমনিরহাট, নওগা, জামালপুর, ঝালকাঠি, রাজশাহী, রাঙামাটি, পিরোজপুর, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, মেহেরপুর, রংপুর, নীলফামারী, চুয়াডাঙ্গা, শেরপুর, ঠাকুরগাও, লক্ষীপুর, শরীয়তপুর, খাগড়াছড়ি, সাতক্ষীরা, ঝালকাঠি- এই ৩২ টি জেলা কমিটি প্রেরণ করলেও জাতীয় ক্রীড়া পরিষদ এখনো অনুমোদন দেয়নি। জাতীয় ক্রীড়া পরিষদ আজ পাচটি বিভাগ ও অন্য ৩২ জেলা ক্রীড়া সংস্থাকে দ্রুত কমিটি গঠনের তাগাদা দিয়েছে।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার। জাতীয় ক্রীড়া পরিষদ সাত সদস্যের অ্যাডহক কমিটির কাঠামোর রুপরেখায় বিভাগীয় ক্রীড়া সংস্থায় বিভাগীয় কমিশনার আহ্বায়ক ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালককে সদস্য সচিব রেখেছে। জেলা ক্রীড়া সংস্থায় জেলা প্রশাসক আহ্বায়ক ও জেলা ক্রীড়া অফিসার সদস্য সচিব। জেলা-বিভাগীয় উভয় পর্যায়ে সরাসরি ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড়, কোচ, রেফারি) দুই জন, স্থানীয় প্রেক্ষাপটে সর্বজন গ্রহণযোগ্য ক্রীড়ানুরাগী একজন, ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক ছাত্র প্রতিনিধি একজন ও ক্রীড়া সাংবাদিক একজন রাখার নির্দেশনা রয়েছে। একটি জেলা ও বিভাগ থেকে উক্ত ক্যাটাগরিতে পাঁচ জন ব্যক্তি খুজে পেতে ও অনুমোদন দিতে স্থানীয় প্রশাসন এবং জাতীয় ক্রীড়া পরিষদের প্রায় চার মাস পেরিয়ে যাচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!