খুলনা, বাংলাদেশ | ৪ পৌষ, ১৪৩১ | ১৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ৩ জনের আত্মসমর্পণ
  পিলখানায় হত্যা : ট্রাইব্যুনালে হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগ
  জুলাই গণহত্যার সময় শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ রাখা হয় তদন্ত সংস্থায় পলকের স্বীকারোক্তি : চিফ প্রসিকিউটর

আফগানিস্তানে দু’টি বাস দুর্ঘটনায় ৪৪ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব অঞ্চলে মধ্যরাতে ঘটে যাওয়া দুইটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার (১৮ ডিসেম্বর) রাতে দেশটির গজনি প্রদেশে দুটি দুর্ঘটনার ঘটনা ঘটে। দু’টিই বাস দুর্ঘটনা। এই দুর্ঘটনায় আরও ৭৬ জন মানুষ আহত হয়েছেন। তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক প্রধান হামিদুল্লাহ নিসার এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, একটি দুর্ঘটনায় একটি জ্বালানি ট্যাংকার এবং অন্যটিতে একটি কার্গো ট্রাক জড়িত ছিল এবং আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনা সাধারণ একটি বিষয়। দেশটির দুর্বল সড়ক অবকাঠামো দীর্ঘ কয়েক দশকের যুদ্ধের কারণে আরও খারাপ হয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের সামকির বাহিনী আফগানিস্তান ছাড়ার পর এই যুদ্ধের শেষ হয়। এরপর দেশটির পশ্চিমা সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে তালেবান।

তখন থেকে এই দেশ শাসন করছে তালেবান সরকার। তবে থেকে কোনো দেশই এখন পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। তবে রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। এমনকি গত জুলাইয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসবিরোধী যুদ্ধে তালেবানকে মিত্র বলেও উল্লেখ করেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!