খুলনা, বাংলাদেশ | ৩ পৌষ, ১৪৩১ | ১৮ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪
  কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে
  টঙ্গীর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি

১৫ মিনিটের সময় দিয়ে পুরো সিনেমা করে ফেললেন শাকিব

বিনোদন ডেস্ক

সিনেমার কাজ প্রায় শেষের দিকে। গত অক্টোবর থেকে একমাস মুম্বাইয়ে চলেছে ‘বরবাদ’ ছবির শুটিং! যেখানে অংশ নেন শাকিব খান ও ইধিকা পালসহ অনেকে। আপাতত শুটিং বিরতি। আর এই ফাঁকে এল ছবির প্রথম পোস্টার।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীতে বরবাদ ছবির পোস্টার উন্মোচন করা হয়। এই অনুষ্ঠানে শাকিব খান বলেন, সিনেমার গল্প শোনানোর জন্য নির্মাতাকে ১৫ মিনিট সময় দিয়েছিলেন তিনি। গল্পটা শুনে তার ভীষণ পছন্দ হয়। পরে পুরো সিনেমাই করে ফেলেন তিনি।

‘বরবাদ’ সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় প্রসঙ্গে শাকিব বলেন, ‘আমি মেহেদীকে চুজ করিনি, সেই আমাকে নিয়েছে। প্রথমদিন মেহেদী আমাকে বলে, ছবির গল্প শোনাবে। আমি বলি, তোমার হাতে সময় মাত্র ১৫ মিনিট। শুধু লাইনআপটা বললেই হবে। আমি কোনো একটা কাজে যাচ্ছিলাম। শোনার পর আমার যেখানে যাওয়ার কথা ছিল সেখানে ফোন করে বললাম, আমি আসছি, অপেক্ষা করুন। এরপর গল্পটাও শুনলাম।’

তিনি আরও বলেন, ‘গল্প শোনার পর তাকে বললাম, তোমার কি প্রডিউসার আছে, নাকি আমি ইনভেস্ট করব? সে বলল, ভাইয়া আপনি এখন পর্যন্ত যত বড় বাজেটে কাজ করেছেন, তার চেয়ে যদি বড় বাজেটে কাজ করতে না পারি সিনেমাই করব না।’

সিনেমাটি নিয়ে ব্যাপক আশাবাদী শাকিব জানালেন, এটি সব ছবিকে ছাপিয়ে যাবে। তার কথায়, ‘একটা সময় বলেছিলাম, আমাদের ছবি আন্তর্জাতিকভাবে রিলিজ হবে; হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০/২০০ কোটির ক্লাবেও যাবে।’

এরপর ছবিটির মোশন পোস্টার প্রকাশ করা হয়। যেখানে দেখা যায়, রক্তাক্ত মুখে পিস্তল হাতে গাড়ির ওপরে বসে আছেন শাকিব। বলেন, ‘সাইলেন্স’।

প্রসঙ্গত, বরবাদ ছবির মাধ্যমে আবারও পর্দায় ফিরছেন শাকিব ও ইধিকা পাল। পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্তও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। এছাড়া মিশা সওদাগর, মামুনুর রশীদসহ বাংলাদেশের আরও অনেক তারকা। ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা আছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!