খুলনা, বাংলাদেশ | ১ পৌষ, ১৪৩১ | ১৬ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

অভিনয়কে পেশা হিসেবে নিতে চাননি কেন মেহজাবীন

বিনোদন ডেস্ক

আগামী ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত ছবি ‘প্রিয় মালতী’। এই ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেত্রীর। গত রোববার রাতে ‘প্রিয় মালতী’র মুক্তি উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মেহজাবীন। সেখানে নিজের ক্যারিয়ার ও সিনেমা নিয়ে কথা বলেন তিনি।

অনেকেরই হয়ত অজানা ছিল, ক্যারিয়ারের শুরুর দিকে মেহজাবীনের উচ্চারণ সমস্যা থাকায় বেশ বেগ পেতে হয়েছে। এর ফলে একরকম অভিনয় জগৎ থেকে সরেই আসতে চেয়েছিলেন অভিনেত্রী। আত্মবিশ্বাস না থাকায় পেশা হিসেবে অন্তত অভিনয়কে ধরে রাখবেন না বলে ইচ্ছে জাগে- সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মেহজাবীন।

অভিনেত্রীর কথায়, ‘শৈশব-কৈশোর কেটেছে দেশের বাইরে। তাই বাংলায় দুর্বল ছিলাম। ক্যারিয়ারের শুরুর দিকে উচ্চারণ সমস্যার কারণে অভিনয়ে অনেক বেগ পেতে হয়েছে। ঠিকমতো স্ক্রিপ্ট পড়তে পারতাম না। আমি চাইতাম কেউ আমাকে স্ক্রিপ্ট পড়ে শোনাক, সেটাই আমার জন্য সহজ হবে। উচ্চারণ সমস্যা ঠিক করার চেষ্টা করেছি। অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার ইচ্ছা ছিল না এক সময়। কিন্তু যখন ঠিক করলাম অভিনয়ে নিয়মিত হব, তখন আর থেমে থাকিনি।’

সংবাদ সম্মেলনের এই আয়োজনে চমক হিসেবে ছিল মেহজাবীনের উপস্থাপনা। মূল আয়াজনটি তিনি নিজেই পরিচালনা করেন, দেন স্বাগত বক্তব্য, আলোচনার মাধ্যমে সিনেমাটির নানা দিক তুলে আনেন অভিনেত্রী।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ‘প্রিয় মালতী’র নির্মাতা শঙ্খ দাশগুপ্ত, প্রযোজক আদনান আল রাজীব, অন্যতম প্রযোজক রেদওয়ান রনি, অভিনেতা আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট।

এক যাপিত জীবনের গল্প নিয়ে নির্মিত ‘প্রিয় মালতী’। সিনেমায় নিম্ন-মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। দশটা নিম্ন-মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। বিয়ে বার্ষিকী উপলক্ষ্যে নৌকাতে ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী-স্ত্রীর খুনসুটি- সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!