আড়াই মাস পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিন দেখলো বাংলাদেশ

গেজেট ডেস্ক

এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে ৩৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে কোনো প্রাণহানি ঘটেনি। ফলে প্রায় আড়াই মাস পর ডেঙ্গুতে মৃত্যুশূন্য একটি দিন কাটালো বাংলাদেশ। এর আগে সবশেষ গত ৪ অক্টোবর দেশে ডেঙ্গুতে কোনো প্রাণহানি হয়নি।

রোববার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে দেশে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৯৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

পাশাপাশি গত একদিনে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ৭২, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ৫২ জন ছাড়াও খুলনা বিভাগে ৪৪ জন, বরিশাল বিভাগে ৩৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৪, রাজশাহী বিভাগে ২০, ময়মনসিংহ বিভাগে ১৫ জন এবং রংপুর ও সিলেট বিভাগে দুইজন করে মোট ৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৪৮ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৮৭৭ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২৩১ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০১ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ জন, ঢাকা বিভাগে ৪৯ জন, খুলনা বিভাগে ৩১ জন, ময়মনসিংহ বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন