শাহবাগ থানার শিক্ষার্থী মানিক মিয়া হত্যা মামলায় সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক তিনদিন ও পল্টন থানার যুবদল কর্মী শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী জানান, সোমবার (৯ ডিসেম্বর) সকালে তাদের ঢাকার সিএমএম আদালত আনা হয়। পরে সাত দিনের পুলিশি জিজ্ঞাসাবাদের (রিমান্ড) আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। এসময় শারীরিক অবস্থা বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন পলকের আইনজীবীরা। পরে দুই পক্ষের শুনানি শেষ রিমান্ডের আদেশ দেন বিচারক।
তিনি জানান, একই আদালতে পল্টন থানার যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক সচিব শাহ কামালকে দুই দিনের রিমান্ড আদেশ দেয়া হয়।
এছাড়াও রাজধানীর বিভিন্ন থানার হত্যা মামলায় রাশেদ খান মেনন, এ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক আইজিপি আব্দুলাহ আল মামুন, ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মশিউর রহমানকে গ্রেপ্তারের আদেশ দেন আদালত।
খুলনা গেজেট/এনএম