শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বার্ধক্য জনিত ও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.অনুপম সেনসহ বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য এবং ট্রেজারার।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বরাবর আবেদনপত্র দেন উপাচার্য ড. অনুপম সেন, উপ-উপাচার্য শামীম সুলতানা এবং ট্রেজারার ড. তৌফিক সাঈদ। বিশ্ববিদ্যালয়ে এ খবর পৌঁছানোর পর বিজয় মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।তারা বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে জিইসি সড়কে যান।
এর আগে গত ৪ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ ৩ জনের পদত্যাগের জন্য ১ ঘন্টার আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা। কিন্তু পদত্যাগ না করায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জিইসি ক্যাম্পাস সহ অন্য দুইটি ক্যাম্পাসে তালা ঝুলিয়ে দেন এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ভিসিসহ পুরো প্রক্টোরিয়াল বডির সবাই আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করতেন, সরকারের ফরমায়েশি কাজ করতে তারা এসব চেয়ারে বসে ছিলেন। আগে নানা সময় আমাদের ক্যাম্পাস এক জায়গায় করার ব্যাপারে আমরা দাবি দিয়েছিলাম। কিন্তু তারা সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের দাপট দেখিয়ে আমাদের কথা বাস্তবায়ন করেনি।
খুলনা গেজেট/এইচ