খুলনা, বাংলাদেশ | ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ | ৩০ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৭৫
  রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
  আইনের শাসন নিশ্চিতে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করতে হবে : প্রধান বিচারপতি

ঘূর্ণিঝড় ফেনজালে বিপর্যস্ত তামিলনাড়ু, বন্ধ চেন্নাই বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

বঙ্গোপসাগরে থাকা গভীর নিম্নচাপটি শুক্রবার ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম ‘ফেনজাল’। এটি ধেয়ে যাচ্ছে ভারতের দক্ষিণের দিকে। আজ শনিবার বিকেলের দিকে তামিলনাড়ু-পুদুচেরি উপকূলের করাইকাল ও মহাবলীপুরামের মধ্য দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে পড়েছে তামিলনাড়ু। ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়টির বাংলাদেশে আঘাতের শঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অবশ্য গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় দেশের চার বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তামিলনাড়ুর ছয় জেলায় চূড়ান্ত সতর্কতা: ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে- ঘূর্ণিঝড় ‘ফেনজাল’ এর প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোরের পাশাপাশি পুদুচেরিতে অতি ভারি বৃষ্টিপাত হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং সর্বোচ্চ ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। তামিলনাড়ুর উপকূলের দিকে এই ঝড় যত এগিয়ে আসছে, বৃষ্টির পরিমাণ বাড়ছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলোতে। ছয়টি জেলায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। খবর-এনডিটিভি

স্কুল-কলেজ বন্ধ: এসব এলাকায় আজ শনিবার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। উপকূলীয় এলাকায় উত্তাল সমুদ্র ও উঁচু জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে। পুদুচেরি ছাড়াও চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গলপট্টু, কাঞ্চিপুরম, ভিলুপুরম, কাল্লাকুরিচি এবং কুড্ডালোর জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

চেন্নাইয়ের আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের পরিচালক ড. এস বালাচন্দ্রন জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ফেইনজাল’ এর প্রভাবে নিচু এলাকায় বন্যা দেখা দিতে পারে।

চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে বিমান সেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে। চেন্নাইগামী বেশ কিছু বিমানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার সকাল থেকে ২২টি বিমান বাতিল করা হয়েছে। ইন্ডিগো বিমান সংস্থা জানিয়েছে, তারা সাময়িকভাবে বিমান ওঠা-নামা বন্ধ করেছে। চেন্নাই থেকে তাদের সংস্থার কোনো বিমান ওঠানামা করবে না।

ট্রেন চলাচল নিয়ন্ত্রণ: ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, পুদুচেরির কাছে কারাইকল ও মহাবলীপুরমের মাঝে বিকেলের দিকে আছড়ে পড়তে পারে এ ঘূর্ণিঝড়। ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। কাঞ্চিপুরমে ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে ভারী বৃষ্টিও হচ্ছে। শুধু বিমানই নয়, লোকাল ট্রেন চলাচলও কিছুটা নিয়ন্ত্রণ করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের জেরে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আগামী ২-৩ দিন।

শুক্রবার থেকেই বৃষ্টি হচ্ছে চেন্নাইয়ে। শহরের ১৩৪টি এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। তামিলনাড়ু ছাড়াও দক্ষিণ অন্ধ্রপ্রদেশ, কেরল এবং অভ্যন্তরীণ কর্নাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, চেঙ্গলপাট্টুতে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তামিলনাড়ু সরকার। সরকারি কর্মী এবং তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীদের শনিবার বাড়ি থেকে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে সরকারি পরিবহন স্থগিত রাখা হয়েছে গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে। পুদুচেরিতে সমুদ্রসৈকত খালি করে দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়ে ঘোষণা করা হচ্ছে।

তবে ঘূর্ণিঝড়টির প্রভাবে কেবল উপকূলীয় এলাকায় বৃষ্টি ঝরানো ছাড়া বাংলাদেশে ঘূর্ণিঝড়টির কোনো প্রভাব পড়ার শঙ্কা দেখছেন না আবহাওয়াবিদরা। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। শনিবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়, পরবর্তী সময়ে সেটি সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ, গভীর নিম্নচাপের দশা পেরিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হলো। আজ দুপুরের দিকে এটি ভারতের উত্তর তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে।

বাংলাদেশে আঘাতের শঙ্কা নেই: আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই। এর প্রভাবে আজ দক্ষিণাঞ্চলের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সাগরে নিম্নচাপ থাকার কারণে গত দু-তিন দিন তাপমাত্রা কিছুটা বেশি ছিল। আঘাত হানার পর ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে আবার তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। ৬ বা ৭ ডিসেম্বর থেকে অনেকটাই কমে যাবে তাপমাত্রা। ফলে তখন শীতের তীব্রতা অনেকটা বাড়তে পারে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১১.৩ ডিগ্রি। চলতি মৌসুমে এখন পর্যন্ত এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে টানা চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো তেঁতুলিয়ায়।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!