খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  কক্সবাজারে সন্ত্রাসীদের গুলিতে কেসিসির ৪নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর টিপু নিহত
মমতা ব্যানার্জির বড় পদক্ষেপ

মমতাজ সঙ্ঘমিতা পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন হলেন প্রাক্তন সাংসদ মমতাজ সঙ্ঘমিতা। বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এটি একটি বড়সড় মাস্টার স্ট্রোক বলে মনে করছে রাজ্যের ওয়াকিবহাল মহল। তবে এটা একটি নজিরবিহীন ঘটনা যে, এই প্রথম পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন কোনো একজন মুসলিম মহিলা হলেন।

মমতাজ সঙ্ঘমিতার পারিবারিক আভিজাত্য ও ঐতিহ্য রয়েছে। তার বাবা সৈয়দ মনসুর হাবিবুল্লাহ ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার ও পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী । মমতাজের চাচা সৈয়দ শহিদুল্লাহ ছিলেন কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা ও ‘নন্দন’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তার স্বামী অবসরপ্রাপ্ত বিচারপতি নুরে আলম চৌধূরী ছিলেন প্রাণীসম্পদ বিকাশমন্ত্রী। মমতাজ সঙ্ঘমিতা ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত ছিলেন ভারতের লোকসভার সাংসদ। মমতাজ সঙ্ঘমিতা একজন নামকরা ডাক্তার । একসময় ঐতিহ্যবাহী কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনো বিভাগের প্রধান ছিলেন। এবার মমতা ব্যানার্জি তাঁকে এইরকম একটি গুরুত্বপূর্ণ পদে আনলেন।

তিনি বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সৈয়দ হাসান ইমামের মামাতো বোন ও বিশিষ্ট লেখক বদরুদ্দিন উমরের আত্মীয় । সংখ্যালঘুদের সব ধরনের সুবিধা- অসুবিধা দেখার আশ্বাস দিয়েছেন তিনি।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!