খুলনা, বাংলাদেশ | ৬ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ নভেম্বর, ২০২৪

Breaking News

  সেনাকুঞ্জে পৌঁছেছেন বেগম খালেদা জিয়া
  ড. ইউনূসের বিরুদ্ধে করা ৬ মামলা বাতিল করেছে হাইকোর্ট

সচিবালয়ে মুজিব প্রসঙ্গে যা জানালেন ফারুকী

বিনোদন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথগ্রহণ করেছেন নির্মাণের মাধ্যমে খ্যাতি লাভ করা পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ নির্মাতা। ফারুকী সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে কর্মক্ষেত্রে প্রথম দিন যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন এই উপদেষ্টা।

সংবাদ সম্মেলনের একপর্যায়ে মুজিব: একটি জাতির রূপকার সিনেমায় অভিনয় করেছিলেন অভিনয় স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। বিষয়টি নিয়ে এখন আত্মগ্লানিতে ভুগছেন কিনা ফারুকী এই প্রশ্ন করা হয় তাকে। জবাবে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, কোনোধরণের উসকানিমূলক কোনো প্রশ্নের উত্তর আমি দিবো না। আপনারা আমাকে যেকোনো প্রশ্ন করলে আমি জবাব দিবো। কিন্তু যে প্রশ্ন উসকানি তৈরি করে এমন প্রশ্ন করবেন না।

এছাড়াও শিল্পকলায় নাটক বন্ধ করা হলো। উগ্রবাদী এই অবস্থা নিয়ে বিষয়ে প্রশ্ন করা হলে ফারুকী বলেন, আমি বিষয়টা জানি। তবে একটা বলতে চাই এই সরকার কখনো শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি এবং কখনো বাঁধার কারণ হয়ে দাঁড়াবে না। তবে পাশাপাশি কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন তাদেরও কিছু দায়িত্ব আছে। যেমন আমরা সবাই জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে এমন না যে কেবল সরকার পতন হয়েছে। যদি জনতা বিজয়ী না হতো তাহলে আমি আজ এখানে থাকতাম নাজেলে থাকতাম। এমন আমাদের অনেকের সঙ্গেই হতো। যারা জুলাইতে গণহত্যা চালিয়েছে সরকার তাদেরও বিচার করবে। যারা সরাসরি এটার সঙ্গে জড়িত ছিল তাদের বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে বাঁচানোর জন্য যারা ফিফথ হ্যান্ড অপরাধীরা যদি বিশৃঙ্খলা তৈরি করে তাহলে সেটা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু না।

সংস্কৃতি এবং সরকারে প্রসঙ্গে টেনে ফারুকী আরও বলেন, সংস্কৃতির সঙ্গে যুক্তদের আমি বলতে চাই এই সরসার সংস্কৃতি বান্ধব। শিল্পের সকল শাখা বান্ধব। আপনারা নিজেদের মত করে শিল্প চর্চা করেন। কিন্তু আবারো বলছি আপনি যদি ফ্যাসিস্ট সরকারের হয়ে যদি কেউ খেলার চেষ্টা করে তাহলে আপনি ফিফথ গ্রেডের অপরাধীকে আগে ধরা হতে পারে। আমি মনে করি শিল্প নিয়ে যা ঘটেছে সেটা ফ্যাসিস্টের পরিকল্পনার অংশ। দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এটা করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!