খুলনা, বাংলাদেশ | ৭ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ নভেম্বর, ২০২৪

Breaking News

  ডেঙ্গুতে একদিনের ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ২১৪

‘ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না’

গেজেট ডেস্ক 

বৈষম্য বিরোধী ছাত্র-শ্রমিক জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ, বন্ধকৃত মিল পাট কল কারখানা চালু এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার বাস্তবায়নের দাবি করেন খুলনা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ। খুলনা মহানগরের উদ্যোগে শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল ৩ টায় পাওয়ার হাউজ মোড়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি এস এম আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খাঁনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ওমর ফারুক, বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সহ সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হুসাইন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মো. আবু গালিব, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মো. আমজাদ হোসেন, শ্রমিক আন্দোলন জেলা সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম, যুব আন্দোলনের মো. ইমরান হোসেন মিয়া, ইসলামী ছাত্র আন্দোলনের মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ইসলাম, দেশ ও মানবতার কল্যানে রাজনীতি করে। বৈষম্য বিরোধী ছাত্র, শ্রমিক জনতার গন বিপ্লবে ৫ আগষ্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে।

প্রিয় খুলনা বাসী, স্বৈরাচার সরকার আমাদের ভোট ও ভাতের অধিকার কেরে নিয়েছে। খুলনা আজ শিল্প নগরীর সকল মিল কারখানা প্রায় সবই বন্ধ। শ্রমিকরা আজ অর্ধ অনাহারে জীবন যাপন করছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন ১০০ থেকে শুরু করে ১২০ টাকার নিচে কোন কাঁচা তরি তরকারী নেই। শ্রমজীবি মানুষ আজ দিশেহারা। তিনি বন্ধকৃত মিল কল কারখানা চালু করনের দাবীতে ও দূর্নীতিবাজদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করে নির্বাচনপ অযোগ্য যোষনা করার আহ্বান জানান।

সংখ্যানুপাতিক পি আর পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচন, শ্রমজীবি মেহনতী মানুষের অধিকার বাস্তবায়নের কথা বক্তব্যে তুলে ধরেন।

সমাবেশে আরো বক্তব্য রাখেন- নজরুল ইসলাম, মো. ইব্রাহীম খলিলুল্লাহ, মো. পলাশ শিকদার, মো. শাহিন হোসেন, মো. মকবুল হোসেন, আরিফুল ইসলাম, মো. ফজলুর রহমান, মো. আশরাফুল আলম লিটন, কে এম রশিদ আহম্মদ, মাও. খলিলুর রহমান, মো. রেজাউল করিম রনি, মো. শাখাওয়াত হোসেন, মো. ওয়াহিদুল ফকির, মো. শিমুল ব্যাপারী, মো. জাহিদুল ইসলাম, মো. নাসির উদ্দিন, মো. আব্দুল মান্নান সরদার, মো. শহিদুল ইসলাম হাওলাদার, মো. কামাল হোসেন, মো. ইসমাইল হোসেন, মো. শফিকুল ইসলাম, মো. আনিছু রহমান, মো. ফয়সাল, মো. কবির হোসেন, ডা. মো. আয়নাল মোল্লা, মো. কাওছার ও মো. বাচ্চু প্রমুখ।

সমাবেশ শেষে বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!